দেশ বিদেশ

মাগুরায় বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের সচেতনতা কর্মসূচি

অনলাইন ডেস্ক

২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ৭:৩৯ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে   মাগুড়ায়   জনসচেতনতা তৈরিতে স্বেচ্ছাসেবা সপ্তাহ পালন করছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট। বুধবার এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার, জি- আর্টিলারি মেজর মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাগুড়া পৌরসভার মেয়র মো. খুরশীদ হায়দার টুটুল। বিশেষ অতিথি ছিলেন ২৪ বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ড. মো. রবিউল ইসলাম। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পিইও ও বিএনসিসি সদস্যরা যোগ দেন এই আয়োজনে। বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে মাগুড়ায় র‌্যালির আয়োজন করে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট। বিতরণ করা হয় মাস্ক ও লিফলেট। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং লিফলেট বিতরণ করা হয় এই কর্মসূচিতে। ২৪ বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএনসিসি যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, স্বেচ্ছাসেবা কার্যক্রমের মধ্য দিয়ে জনহিতকর নানা কর্মকান্ড পরিচালনাসহ জনগণকে মহামারী করোনাভাইরাস থেকে সচেতন করা হচ্ছে,  যা  প্রধানমন্ত্রীর পদক্ষেপ বাস্তবায়নে নতুন সংযোজন। সাধ্য অনুযায়ী সবাইকে দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status