দেশ বিদেশ

ফেয়ার ইলেকট্রনিক্সের স্যামসাং এয়ার কন্ডিশনার ম্যানুফ্যাকচারিং প্লান্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার

২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ৭:০৪ অপরাহ্ন

নরসিংদিস্থ ফেয়ার ইলেক্ট্রনিক্সের কারখানায় উদ্বোধন করা হলো স্যামসাং এয়ার কন্ডিশনার ম্যানুফ্যাকচারিং প্লান্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক কারখানাটির উদ্বোধন করেন এবং পুরো কারখানা এলাকা পরিদর্শন করেন। ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন-এর প্রস্তুতকারক ও বিপননকারী। সংশ্লিষ্টরা জানান, বর্তমান বাংলাদেশ সরকারের বলিষ্ঠ পরিচালনায় সমগ্র বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতের আওতাধীন। বাংলাদেশের মানুষের ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা ও বিদ্যুতের সহজলভ্যতার কারণে দেশে মোবাইলফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবহার বাড়ছে। এরই ধারাবাহিকতায় দেশের ভোক্তা সাধারণের মানসম্পন্ন পণ্যের চাহিদা পূরণে ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইলফোন, টিভি, ফ্রিজ কারখানার পাশাপাশি স্যামসাং এয়ার কন্ডিশনার তৈরী শুরু করছে যা দেশে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে। অনুষ্ঠানে জুনাইদ আহ্মেদ পলক বলেন, ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় এখন স্যামসাং এয়ার কন্ডিশনারসহ সকল স্যামস্যাং পণ্য উৎপাদন হচ্ছে যা প্রযুক্তি শিল্পে বাংলাদেশে অনবদ্য অবদান রাখবে। স্যামসাং এর মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স কারখানা যেমন বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করছে তেমনি ব্যাপক কর্মসংস্থানও সৃষ্টি করছে এবং আমরা আশা করি তারা ভবিষ্যতে দেশের রপ্তানীতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। স্যামসাং ও ফেয়ার ইলেকট্রনিক্সসহ প্রযুক্তি শিল্পের বিনিয়োগকারীদের জন্য আমাদের সকল ধরনের সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে আমরা আশা করি। ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন,বাংলাদেশের ভোক্তাদের সাধ এবং সাধ্যের বিষয়টি প্রাধান্য দিয়ে আমরা দেশে স্যামসাং এয়ার কন্ডিশনার তৈরি শুরু করছি। এই কারখানা থেকে উৎপাদিত স্যামসাং এয়ার কন্ডিশনার যেমন সাশ্র্রয়ী মূল্যে দেশের জনগণ কিনতে পারবে তেমনি ভবিষ্যতে বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখবে। মাননীয় মন্ত্রী ও মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তাদের সবাইকে ধন্যবাদ তাদের আন্তরিক সহযোগীতার জন্য এবং আমরা আশা করি নানাবিধ প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানী করে বাংলাদেশকে বিশ্বের কাছে প্রযুক্তি হাব হিসেবে গড়ে তুলতে আপনাদের ক্রমাগত সমর্থন অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব) এমপি, কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কেয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম,স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের বাবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রাক্তন বাবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের  চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ডিরেক্টর মুতাসিম দাইয়ান, উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর. চৌধুরী, আরসিডিএস, পিএসসি (অব.), চীফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন, ডিরেক্টর অপারেশন ফিরোজ মোহাম্মদ, হেড অফ মার্কেটিং জে. এম. তসলিম কবীরসহ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, স্যামসাং এবং ফেয়ার গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status