অনলাইন

বরফের মাথাব্যথা

নিজস্ব সংবাদদাতা

২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ২:৫৬ অপরাহ্ন

বরফের চাদর দেখতে কার না ভাল লাগে। তবে এই বরফের চাদর যদি ক্ষতি এবং সমস্যা ডেকে আনে তখন তা হয় বাড়তি মাথাব্যথা। টাইমসের একটি খবর অনুসারে ওমাহাতে বর্তমানে বরফ তার রাজত্ব শুরু করেছে। মার্কিন দেশের এই শহরটির রাস্তায় বর্তমানে প্রায় ৪ ইঞ্চি বরফে ঢেকে রয়েছে। ফলে দৈনন্দিন কাজে বের হতে পারছেন না কেউই। রাস্তায় বরফ কাটার কাজ চললেও তা থেকে মুক্তি নেই। নতুন করে তুষারপাত ফের বরফের চাদরের বৃদ্ধি ঘটাচ্ছে। নেহাত যাদের বাড়ি থেকে বের না হলেই নয় তারাই বাড়ি থেকে বের হচ্ছেন। আমেরিকার সর্বত্র এখনও করোনার ভ্যাকসিন আসেনি। ফলে এই কড়া ঠাণ্ডায় করোনার গতি ফের বাড়বে বলে মনে করছেন চিকিৎসকরা। বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হতে সকলকে নিষেধ করেছে প্রশাসন। সারাদিন ধরেই চলছে বরফ সরানোর কাজ। শিকাগো এবং মিশিগানের বিস্তীর্ণ এলাকাতেও বরফ তার সাম্রাজ্য বিস্তার করেছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, বরফ দেখতে যতটা ভাল লাগে আসতে ততটা নয়। বরফগুলি এতটাই কঠিন যেখান থেকে এই এলাকার ঘর-বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বরফ সরানো না হলে অনেকগুলি বাড়ি ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। অন্য দিকে গোদের ওপর বিষফোঁড়ার মত আবহাওয়া আরো খারাপ হওয়ার দিকে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। তুষারপাতের পরিমান কমা তো দূর অস্ত। আগামী তিন চারদিন ধরে আরও বেশি মাত্রায় তুষারপাত হবে বলে জানিয়েছে তারা। প্রত্যন্ত এলাকার মানুষদের তাই এলাকা থেকে সরিয়ে সঠিক স্থানে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। যদিও এই বরফের দিন উপভোগ করতে সেখানে হাজির বাইরে থেকে আসা পর্যটকরা। তারা দেদারসে মজা করছেন বরফের এই সমাহারে। একেই হয়তো বলে কারো পৌষমাস, কারো সর্বনাশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status