বিনোদন

আলাপন

বাণিজ্যিক ধারার বেশিরভাগ সিনেমাই নকল - ফেরদৌস

মাজহারুল তামিম

২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ১০:৩২ পূর্বাহ্ন

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমা দিয়ে নিউ নরমালে কাজে ফিরেছেন চিত্রনায়ক ফেরদৌস। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনের সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন,  নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’কে উপজীব্য করে সিনেমাটি নির্মিত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এলাকাকে কেন্দ্র করে গল্পটা লিখা হয়েছে সেখানেই আমরা শুটিং করেছি। খুব চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে করোনার কারণে শুটিং পিছিয়ে গেলো। এরপর খুবই স্ট্রাগল করে শুটিং করতে হয়েছে। দর্শক সিনেমাটায় অনেক কিছু দেখতে পারবেন। এদিকে, কদিন আগেই ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। এই পুরস্কারে এগিয়ে ছিলেন টিভি তারকারা। এ ব্যাপারে ফেরদৌস বলেন, আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য মৌলিক গল্প হতে হয়। কিন্তু বাণিজ্যিক ধারার বেশিরভাগ সিনেমাই নকল। তামিল, কোরিয়ান প্রভৃতি সিনেমা থেকে বানানো হয়। তাই মৌলিক গল্পের অন্য ধারার সিনেমাগুলো বেশি পুরস্কার পায়। যে কারণে এখন পুরস্কারও টিভি তারকারা বেশি পাচ্ছেন। তবে আমার 'এক কাপ চা' ছবিটিও কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। প্রতি বছরই বানিজ্যিক ধারার কোনো না কোনো ছবি পুরস্কার পায়। তবে সংখ্যায় হয়তো কম। ফেরদৌস অভিনীত ‘জ্যাম’, ‘বিউটি সার্কাস’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘যদি একটু সময় পেতাম’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে। এসব সিনেমা  নিয়ে এই নায়ক বলেন, আমি খুব আশাবাদী এগুলো নিয়ে। প্রত্যেকটি ছবিই ভালো গল্পের। দর্শকদের পছন্দ হওয়ার মতো। এদিকে, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রয়েছেন ফেরদৌস। আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য তিনি। সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থির পক্ষে তাকে প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এ ব্যাপারে এ অভিনেতা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হওয়া। দলের মাধ্যমে জনগণের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status