প্রথম পাতা

সকলের নির্ভয়ে টিকা নেয়া উচিত

তামান্না মোমিন খান

২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ৯:৪৮ অপরাহ্ন

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সবাইকে নির্ভয়ে করোনাভাইরাসের টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন- আমাদের দেশে যে ভ্যাকসিন আনা হয়েছে এটি অক্সফোর্ডের আবিষ্কার করা ভ্যাকসিন। আমরা যতদূর জানি এটি নিরাপদ। কম-বেশি সব ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এসব ভ্যাকসিন দিলে মাথাব্যথা, জ্বর, বমি ও এলার্জি  এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এগুলোর মাত্রা একেবারেই কম।

তিনি বলেন, আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হলো আপনাদের করোনা হয়ে গেলেই বিপদ। আইসিইউ থেকে শুরু করে কতো কি তো লাগতে পারে। করোনা তো লণ্ডভণ্ড করছে সারা পৃথিবীকে। করোনার তাণ্ডব তো সবাই আমরা দেখছি। মানুষকে ঘরবন্দি করছে। সেই হিসেবে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া ততো বেশি না।

তিনি বলেন, অক্সফোর্ডের টিকা পৃথিবীর অনেক দেশে দিচ্ছে। আমাদের দেশের মানুষের মধ্যে ভয়ের কারণ হচ্ছে ভারতে তো মৃত্যুর খবর হয়েছে। কিন্তু যারা মারা গেছেন তারা সরাসরি টিকার জন্য মারা যায়নি। নরওয়েতে তো একজন টিকা নিয়ে মারা গেছে, কিন্তু দেখা গেছে, তিনি অনেক বয়স্ক ছিলেন।
তিনি বলেন, করোনার টিকা নিয়ে শুরু থেকে আমাদের দেশে গুজব চলছে। যখন করোনার ভ্যাকসিন এলো তখন আমরা ভেবেছি ভ্যাকসিন পাবো কিনা। অনেক ধনী দেশ আগেই অর্ডার দিয়ে ভ্যাকসিন কিনে রেখেছে। আমরা যখন ভ্যাকসিন পেতে যাচ্ছি তখন আবার গুজব ছড়ালো যে, ভারত ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দিয়েছে। তারপর আবার দাম নিয়ে একটা গুজব ছড়ালো। ভ্যাকসিন নিয়ে একটার পর একটা গুজব আসছে। আমি মনে করি, এ ধরনের গুজবগুলো অসত্য, অপপ্রচার ও অবৈজ্ঞানিক। করোনার টিকা আপনি নিজে নেবেন কিনা জানতে চাইলে  ডা. আব্দুল্লাহ বলেন- আমাকে সবাই প্রশ্ন করে আমি ভ্যাকসিন নিচ্ছি কিনা। আপনারা জানেন আমি সবেমাত্র করোনা থেকে উঠলাম। আমি ব্যক্তিগতভাবে এখনই টিকা নিতে চাই। আমার কোনো ভয় নেই। যেহেতু মানুষকে বলছি, আর আমি নেবো না- সেটা তো হতে পারে না। তবে যারা একবার করোনায় আক্রান্ত হয়েছে তাদের জন্য সরকার একটা নিয়ম করেছে- তারা চার সপ্তাহ পর থেকে টিকা পাবে। যাদের করোনা হয়েছে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে যা তিন মাস পর্যন্ত প্রটেকশন  দেবে।

এজন্য অগ্রাধিকার ভিত্তিতে যাদের আগে নেয়া দরকার তারা আগে নিক। যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা পরে নেবেন। এই ভ্যাকসিন নিলেই যে আপনি সারা জীবনের জন্য নিরাপদ- এটা বলা যাবে না। এ বিষয়টি নিয়ে গবেষণা চলছে। তবে এটা বলতে পারি, টিকা নিলে অন্তত এক বছর আপনি নিরাপদ থাকতে পারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status