শেষের পাতা

আসামির সঙ্গে নারী সঙ্গ

জেলকোড অনুযায়ী কারা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার

২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৯:৩৪ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে আসামির সঙ্গে নারীর একান্তে সময় কাটানোর ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান  কামাল বলেছেন, এ ঘটনায় ইতিমধ্যে কারাগারের জেল সুপার, ডেপুটি জেল সুপার, প্রধান কারারক্ষীসহ ৫ জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে। জেলকোড অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।  ক্যাবের নির্বাচন দু’বছর পর পর হওয়া উচিত এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, এক বছরে কোনো কমিটিই তাদের সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে পারে না। শুভেচ্ছা বিনিময় করতে করতেই বছরের অর্ধেক সময় চলে যায়। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ক্যাবের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের সঙ্গে আত্মার সম্পর্ক। আমরা একে অপরের সহযোগী। অপরাধ দুর্নীতির খবরের পাশাপাশি ভালো খবর প্রচারের জন্য সাংবাদিকদের আহ্বান জানান। দুর্গন্ধ সবচেয়ে দ্রুত ছড়ায় উল্লেখ করে তিনি বলেন পজেটিভ সংবাদ প্রচারে সমাজে পজেটিভ প্রভাব পড়ে।  

মন্ত্রী আরো বলেন, সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন সাসটেইনেবল পিস। আর সাসটেইনেবল পিসের জন্য প্রয়োজন সাসটেইনেবল সিকিউরিটি। দেশের পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের এ অগ্রযাত্রা উন্নয়নের খবর তুলে ধরতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সাংবাদিকদের আহ্বান জানান মন্ত্রী।

ক্যাব সভাপতি মিজান মালিক স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ক্রাইম রিপোর্টাররা ঝুঁকি নিয়ে কাজ করে। এক্ষেত্রে ক্রাইম রিপোর্টারদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। করোনার সময় আমরা বেশক’জন সদস্যকে হারিয়েছি। অনেকে অসুস্থ আছেন। ক্যাব সদস্যদের কল্যাণে কাজ করতে ক্যাবের কল্যাণে অন্য সময়ের মতো সহযোগিতা করতে তিনি মন্ত্রীকে অনুরোধ জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভায় ক্যাব সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status