বাংলারজমিন

নোয়াখালীতে স্বাক্ষর জাল করে কাজী নিয়োগ, মামলা

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৯:২২ অপরাহ্ন

নোয়াখালীতে নিকাহ রেজিস্ট্রার ও কাজী নিয়োগে জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। নিয়োগ পরীক্ষার প্যানেলের প্রথম স্থান অধিকারী মো. আবদুল কাদের বাদী হয়ে উচ্চ আদালতে এই মামলা দায়ের করেন। এ মামলায় ঢাকা সাভারের বাসিন্দা মো. নূর আলমসহ আরো ২ জনকে আসামি করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চে এ মামলা দায়ের করা হয়। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও জে.বি.এম হাসান মামলার শুনানির দিন ধার্য্য করেন ২৭শে জানুয়ারি।
জানা গেছে, নোয়াখালী-৩ আসনের এমপি এইচ.এম. ইব্রাহীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, বজরা ইউপি চেয়ারম্যানসহ সাব রেজিস্ট্রার আবদুল কাদেরের প্যানেলে স্বাক্ষর জাল করা হয়। সাভারের বাসিন্দা মো. নূর আলম নিজকে স্থানীয় বজরার শীলমুদ গ্রামের বাসিন্দা দেখিয়ে সাব-রেজিস্ট্রার মো. মঞ্জুরুল ইসলাম কেরানির সহযোগিতায় নিয়োগ প্যানেলে ১ম স্থান অধিকারী আবদুল কাদেরের নাম বাদ দিয়ে ১৩০নং স্মারকে গত বছরের ২৫শে অক্টোবর আইন মন্ত্রণালয়ে নিয়োগের জন্য পাঠায়। এ ঘটনায় সাব-রেজিস্ট্রারকে আইজিআর অফিস তাকে বগুড়া জেলায় ইস্টার্ন রিলিজ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status