স্টাফ রিপোর্টার
অনলাইন (১ মাস আগে) জানুয়ারি ২৬, ২০২১, মঙ্গলবার, ৯:১৪ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট শাখার ৩৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে সভাপতি এবং অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া, ২৪ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্ঠা কমিটি করা হয়েছে। মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান এই কমিটির অনুমোদন দেয়।
কমিটিতে, আজিজুল ইসলাম খান বাচ্চুকে সিনিয়র সহসভাপতি, জহির রায়হান জসিমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমিরুল ইসলাম আমিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।