অনলাইন

হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলা ও পৌর কমিটি ঘোষণা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৮:৫১ অপরাহ্ন

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলা পরিষদের সামনে কনক কমিউনিটি সেন্টারে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন, আল্লামা হাবিবুর রহমান কাসেমী, আল্লামা শুয়াইব, আল্লামা ইয়াহিয়া, যুগ্মমহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির, আজিজুল হক ইসলামাবাদী, মীর ইদ্রিস, অর্থ সম্পাদক আহসান উল্লাহ সহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে পূর্বে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখা হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করেন। হাটহাজারী উপজেলা কমিটিতে ১৫৫জন সদস্য রয়েছেন। সভাপতি মাওলানা শুয়াইব, সাধারণ সম্পাদক মাহমুদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা, সম্পাদক মাওলানা ইমরান শিকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আবদুল মাবুদ, প্রচার সম্পাদক মাওলানা ইমরান ফতেপুরী, সহ প্রচার সম্পাদক ইনামুল হাসান ফারুকী (বাবুনগরী হুজুরের একান্ত সচিব), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন মেখল।

হাটহাজারী পৌরসভা কমিটিতে ১৫৫ জন সদস্য রয়েছেন। সভাপতি মাওলানা জাহাঙ্গীর মেহেদী, সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ান আরমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদ, অর্থ সম্পাদক মাওলানা লোকমান, প্রচার সম্পাদক মাওলানা ইদ্রিস আলীপুর, আইন সম্পাদক মোহাম্মদ আলী ফটিকা। উপজেলা ও পৌরসভা কমিটিতে উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক প্যানেল সদস্য এক আল্লামা শেখ আহমদ, আল্লামা ইয়াহিয়া, আল্লামা নোমান ফয়জী, আল্লামা হাবিবুর রহমান কাসেমীসহ ২২ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status