বাংলারজমিন

চা উৎপাদনে দেশে দ্বিতীয় অবস্থানে উত্তরাঞ্চল

পঞ্চগড় প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ৮:১৬ অপরাহ্ন

রেকর্ড পরিমাণ চা উৎপাদনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের চা অঞ্চল। সিলেট অঞ্চলের পরই এখন এ অঞ্চলের চায়ের অবস্থান। গত বছর পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলায় ১ কোটি ৩ লাখ বা ১০ দশমিক ৩০ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। যা দেশীয় মোট উৎপাদনের ১১ দশমিক ৯২ শতাংশ। গত রোববার সকালে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঊর্ধ্বতন  বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার ১০টি নিবন্ধিত ও ১৭টি অনিবন্ধিত চা বাগান, ৭ হাজার ৩১০টি ক্ষুদ্রায়তন চা বাগানে (নিবন্ধিত ১,৫১০টি) মোট ১০ হাজার ১৭০ দশমিক ৫৭ একর জমিতে চা চাষ হয়েছে। এসব চা বাগানসমূহ থেকে ২০২০ সালে ৫ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৩৮৬ কেজি সবুজ চা পাতা উত্তোলন করা হয়েছে। যা থেকে পঞ্চগড় ও ঠাকুরগাঁও এর ১৮টি চলমান চা কারখানায় ১ কোটি ৩ লাখ কেজি চা উৎপন্ন হয়েছে। পঞ্চগড় জেলায় ৮৬৪২ একর জমিতে চা আবাদ রয়েছে। এর মধ্যে কাঁচা পাতা উৎপাদিত হয়েছে ৪,৬০,৫১,১৭৬ কেজি। এ পাতা কারখানায় প্রক্রিয়াজাত করে চা উৎপাদিত হয়েছে ৯৮,৯৭, ০৭০ কেজি। এর আগের বছরের তুলনায় ২০২০ সালে ১ হাজার ৪৮৯ দশমিক ৮৯ একর চা আবাদি বৃদ্ধি পাওয়াসহ ৭ দশমিক ১১ লাখ কেজি চা বেশি উৎপন্ন হয়েছে। তিনি আরো জানান, চায়ের আমদানি কমে যাওয়া ও রপ্তানি বেড়ে যাওয়ার কারণে নিলাম মার্কেটে বেশি দাম পাওয়ায় চা চাষিরাও কাঁচা চা পাতার ন্যায্যমূল্য পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে অনেক বেশি জমিতে চা আবাদ হওয়ার পাশাপাশি প্রতিবছর রেকর্ড পরিমাণে চা উৎপাদিত হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন ও চা চাষি মতিয়ার রহমান, আনিসুজ্জামান নতুন চা পাতার ন্যায্যমূল্য অব্যাহত রাখার পাশাপাশি সব এলাকায় বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সেচ সুবিধা ও সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এসব নিশ্চিত হলে দিন দিন চায়ের চাষ ও উৎপাদন বৃদ্ধি পাবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, ঠাকুরগাঁও ও দিনাজপুরের খামার তত্ত্বাবধায়ক ছায়েদুল হক, চা কারখানা মালিক আলহাজ জাহেদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status