ভারত

রেটিং বাড়ানোর জন্যে রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী ঘুষ দিয়েছিলেন, বার্ক এর প্রাক্তন সিইওর স্বীকারোক্তি

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ১১:৫০ পূর্বাহ্ন

রিপাবলিক টিভিকে ভারতের এক নম্বর নিউজ চ্যানেল করার জন্যে ওই টিভির কর্ণধার অর্ণব গোস্বামী তাঁকে ঘুষ দিয়েছিলেন। ভারতে টেলিভিশনের রেটিং নির্ধারণকারী সংস্থা বার্ক এর প্রাক্তন সিইও পার্থ দাসগুপ্ত পুলিশকে এই লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। উল্লেখ্য,  টিআরপি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে পার্থ দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। বার্ক এর প্রাক্তন সিইও তার লিখিত স্বীকারোক্তিতে বলেছেন, তিনি অর্ণব গোস্বামীকে চেনেন ২০০৫ সাল থেকে। একসময় তারা একই সংস্থা টাইমস নাউ তে চাকরি করতেন। পরে তিনি টাইমস নাউ ছেড়ে বার্ক এর সিইও হন। অর্ণব টাইমস নাউ ছেড়ে দিয়ে রিপাবলিক টিভি প্রতিষ্ঠা করেন। 

২০১৭ থেকে ১৯ অর্ণব তাঁকে ৪০ লাখ টাকা ও ১২০০০ ডলার ঘুষ দিয়েছেন বলে পার্থ দাসগুপ্ত তার লিখিত বয়ানে জানিয়েছেন। এছাড়াও সপরিবারে ফ্রান্স, সুইটজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি ঘোরার টাকা অর্ণব তাকে দেন। বিনিময়ে রিপাবলিক টিভিকে দেশের এক নম্বর নিউজ চ্যানেল হওয়ার রেটিং এর ব্যবস্থা তিনি করেন। পার্থ দাশগুপ্তর এই স্বীকারোক্তির পর ভারত জুড়ে হইচই শুরু হয়েছে। অর্ণব গোস্বামীর আইনজীবী বলেছেন, বন্দি অবস্থায় এই স্বীকারোক্তির কোনো মূল্য নেই। জোর করেও এটা লিখিয়ে নেওয়া হতে পারে।  রিপাবলিক টিভি বলেছে,  এই স্বীকারোক্তি কর্পোরেট ও রাজনৈতিক জগতের চক্রান্তের ফসল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status