ভারত

ভারতে ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ালেই শাস্তি, সব রাজ্যকে কেন্দ্রের নির্দেশ

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৯:৩১ পূর্বাহ্ন

ভ্যাকসিন নিয়ে কেউ গুজব ছড়ালে, অযথা আতঙ্কের কথা বললেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার স্বাক্ষরিত এই চিঠি পৌঁছে গেছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। সরকারের অনুমান, ভ্যাকসিন নিয়ে এই সব গুজবের ফলেই ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে ভাটার টান দেখা যাচ্ছে। ১৬ জানুয়ারি ভারতে ভ্যাকসিন দেয়া শুরু হয়। শুরুতে উৎসাহ থাকলেও পরে মানুষকে ভ্যাকসিন নিতে অনাগ্রহী বলে মনে হয়। কেন্দ্রীয় সরকার মনে করছে, ভ্যাকসিন নিয়ে গুজব এবং গুঞ্জন অযথা আতঙ্ক ছড়িয়েছে। ফলত, ভ্যাকসিন নিতে মানুষ অনেকাংশেই ভয় পাচ্ছে। যে গুজবগুলি ছড়াচ্ছে তা হল -ভ্যাকসিন উপযুক্ত পরীক্ষা ছাড়াই বাজারে ছাড়া হয়েছে, ভ্যাকসিন নিয়ে মানুষ অসুস্থ হচ্ছে, এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে পর্যাপ্ত পরীক্ষা হয়েছে সিরাম ইনস্টিটিউটে অক্সফোর্ড-আস্ট্রোজেনেকা ভ্যাকসিন কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনের। দুটো ভ্যাকসিনই ছাড়পত্র পেয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার এর। যে সামান্য অসুস্থতা হচ্ছে তা স্বাভাবিক যে কোনো ভ্যাকসিন নিলে হতে পারে। আর মৃত্যু যা হয়েছে তা ভ্যাকসিন নেওয়ার কারণে নয়। অন্য কোনো কারণে। কাকতালীয় ভাবে ঘটনা ঘটেছে ভ্যাকসিন নেওয়ার পর। তাই কেন্দ্রের নির্দেশ,  এবার থেকে ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ালেই শাস্তি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status