এক্সক্লুসিভ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৮:৫৯ অপরাহ্ন

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার এই পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদসহ ১০ জন। গতকাল বিকাল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এসময় অন্যদের মধ্যে একাডেমির সচিব এ এইচ এম লোকমান, কবি পিয়াস মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় কবি মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/ কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনী/ স্মৃতিকথা/ ভ্রমণকাহিনীতে ফেরদৌসী মজুমদার, ফোকলোর সাহিত্যে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান। পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা। প্রসঙ্গত, ১৯৬০ সালে প্রবর্তিত হয়ে এ পর্যন্ত তিন শতাধিক লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কার প্রাপ্তির ঘোষণা আসার পর কবি মুহম্মদ সামাদ মানবজমিনকে বলেন, পুরস্কার তো একজন লেখককে অনুপ্রাণিত ও আনন্দিত করে। তার থেকেও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করে তার ভক্ত ও সাহিত্যানুরাগীদের। এতে তারা কবি বা লেখকের লেখা পড়তে আরো বেশি উদ্যমী হয়। নিজেরাও লেখালেখিতে আগ্রহী হয়। তিনি বলেন, আমি বাংলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট কবি হাবীবুল্লাহ সিরাজীর নেতৃত্বে যারা আমার নাম প্রস্তাব করেছেন এবং বিচারকমণ্ডলী আমাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status