শেষের পাতা

করোনায় আরো ২০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ৯:৩৫ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৭৩ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা গেছেন ৮ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৪৭৮টি এবং পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৯টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮টি। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৪ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৬ জন আর নারী ৪ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ৬ হাজার ৮০ জন এবং নারী ১ হাজার ৯৪৩ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৭৮ শতাংশ এবং নারী ২৪ দশমিক ২২ শতাংশ।
 বয়স বিবেচনায় দেখা যায়, ৬০ বছরের উপরে রয়েছেন ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ১ জন। সবাই হাসপাতালে মারা গেছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং খুলনা বিভাগের ১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৩৭৯ জন এবং ছাড়া পেয়েছেন ৬৯১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৬ লাখ ১৫ হাজার ৭০২ জন এবং ছাড় পেয়েছেন ৫ লাখ ৮০ হাজার ১৬৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৫ হাজার ৫৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে আছেন ৭২ জন আর ছাড়া পেয়েছেন ৯৪ জন। এখন পর্যন্ত মোট আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৮ হাজার ৬৭০ জন এবং ছাড়া পেয়েছেন ৮৭ হাজার ৯৩০ জন। এখন আইসোলেশনে আছেন ১০ হাজার ৭৪০ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status