খেলা

বাংলাদেশের ভাবনায় পূর্ণ পয়েন্ট

স্পোর্টস রিপোর্টার

২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ৯:২৯ অপরাহ্ন

টানা দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ তামিম সাকিবদের সামনে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের মিশন। হোয়াইটওয়াশের পাশাপাশি বাংলাদেশের ভাবনায় পূর্ণ ১০ পয়েন্ট। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ১১টায়। ওয়েস্ট ইন্ডিজের ভাবনা একটাই- পারফরমেন্সে পরিবর্তন!
সহজ দুই জয়ে বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে। কিন্তু মাঝমাঠে যে ম্যাচের আমেজ সেই উত্তাপ থেকে তো দলের বেশিরভাগ বঞ্চিত। আর তাই শেষ ম্যাচের একাদশে ‘বেঞ্চ শক্তি পরীক্ষার’- একটা সুযোগ ছিলো বাংলাদেশের সামনে। এই পরিবর্তনের কথা বলেছিলেন খোদ অধিনায়ক তামিম ইকবাল থেকে শুরু করে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও। মনে হচ্ছিল বিশ্রাম দেয়া হতে পারে মোস্তাফিজুর রহমানকে। তার জায়গায় চট্টগ্রামে অভিষেক হবে তরুণ পেসার শরিফুল ইসলামের। মেহেদি হাসান মিরাজের জায়গায় খেলানো হতে পারে শেখ মেহেদি হাসানকে। রুবেল হোসেনের পরিবর্তে চার বছর পর ওয়ানডেতে ফিরতে পারেন তাসকিন আহমেদ। তবে ম্যাচের আগের দিন এসব ধারণা পাল্টে দিয়েছেন খোদ অধিনায়ক। দলে ব্যাপক পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। কারণ সিরিজের ট্রফি জেতা হয়ে গেছে কিন্তু এখনো এই সিরিজ থেকে আরো ১০ পয়েন্ট অর্জনের সুযোগ আছে বাংলাদেশের সামনে। সেটা হাতছাড়া করা যাবে না কোনো মতেই। তাই সিরিজের প্রেক্ষাপটে কম গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে যে বড় পরিবর্তন আসছে না তা জানিয়েছেন তামিম।
সেরা খেলোয়াড়রা এই সফরে না আসায় ওয়েস্ট ইন্ডিজ দল মূলত বাধ্য হয়েছে তাদের দ্বিতীয় সারির দল নিয়ে আসতে। খর্বশক্তির সেই দলকে ভীষণ দুর্বল দেখাচ্ছে পুরো শক্তির বাংলাদেশ দলের বিপক্ষে। প্রথম ম্যাচে ছয়, দ্বিতীয় ম্যাচে এক- সিরিজে শুরুর দুই ম্যাচে সাতজন খেলোয়াড়ের অভিষেক করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ২২ গজের পারফরমেন্স যে তাদের ভীষণ নাজুক। প্রথমটিতে ১২২ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে সফরকারীরা গুটিয়ে যায় ১৪৮ রানে। আর তাই সিরিজের শেষ ম্যাচে অন্তত যাতে প্রতিদ্বন্দ্বিতা করা যায় সেজন্য দলের পারফরমেন্সে পরিবর্তনের অপেক্ষায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে ম্যাচের আগের দিন দলের কোচ ফিল সিমন্সও সেকথা জানিয়ে বলেন, ‘নতুন যারা খেলছে, এটা তাদের জন্য ভালো একটা সুযোগ। সেই সুযোগকে যে কাজে লাগাতে পারবে তার সামনে ভালো সম্ভাবনা আছে। আমরা জানি সিরিজ হেরে গেছি। কিন্তু এখনো এই সিরিজ থেকে আমাদের কিছু অর্জনের আছে। শেষ ম্যাচে যদি জিততে পারি তাহলে ১০ পয়েন্ট নিয়ে ফিরতে পারবো। সুপার লীগের জন্য সেই পয়েন্ট আমাদের অনেক প্রয়োজনীয়।’
২০২৩ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি ম্যাচেরই পয়েন্ট হবে গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ী অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠেও শেষ ম্যাচের আগে ফুটে উঠলো একই তাড়না। গতকাল তামিম বলেন, ‘আমরা সিরিজ জিতে গেছি বটে। তবে আরও ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল ও যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। আশা করি, আমাদের এই ধারাবাহিকতা চলতে থাকবে। কালকের ম্যাচ গুরুত্বপূর্ণ। যেটা বলেছি, সিরিজ জিতেছি, কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে।’
স্বাগতিক ভারত ও এই সুপার লীগের অন্য শীর্ষ ৭ দল সরাসরি সুযোগ পাবে ২০২৩ বিশ্বকাপে। অন্য দুটি দলকে জায়গা করে নিতে হবে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাছাইপর্ব উতরে। এই সিরিজ দিয়েই সুপার লীগে পথচলা শুরু করেছে বাংলাদেশ। ২ ম্যাচ থেকে তামিমদের প্রাপ্তি পূর্ণ ২০ পয়েন্ট। ৬ ম্যাচ খেলে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে অস্ট্রেলিয়া। আজ জিতলে ইংল্যান্ডকে হঁটিয়ে শ্রেয় রান রেটের সুবাধে দ্বিতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ, সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয় পরাজয়ের ব্যবধানও কমবে টাইগারদের। এখন পর্যন্ত দু’দলের ৩৯ সাক্ষাতে বাংলাদেশের ১৬ জয়ের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জয় ২১ ম্যাচে। দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status