বাংলারজমিন

ঠাকুরগাঁওয়ে ঘর পেল ৩৩৪ গৃহহীন পরিবার

 স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে

২৪ জানুয়ারি ২০২১, রবিবার, ৪:২৭ অপরাহ্ন

 মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে গৃহ হস্তান্তর করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগে সভাপতি মুহা. সাদেক কুরাইশি, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সহঃ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এসব জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সহগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। এসময় সদরের গৃহহীন ৩৩৪টি পরিবারকে জমির দলির, খাজনা খারিজের কাগজ ও ঘরের চাবি উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। জেলা প্রশাসক জানান, জেলার ৫টি উপজেলায় ৭৯২টি গৃহনির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে।তিনি আরো বলেন, এই জেলার একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রথম পর্যায়ে গৃহ নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১২১৭টি গৃহের জমি নির্বাচন ও নির্মাণ কাজ চলমান রয়েছে। আমরা সকলে মিলে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নে বদ্ধপরিকর। আর সদর উপজেলায় মোট ৩৩৪টি গৃহ জমি ও গৃহহীন পরিবারকে প্রদান করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status