স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
অনলাইন (১ মাস আগে) জানুয়ারি ২৪, ২০২১, রোববার, ৩:০৪ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ৩:১৬ অপরাহ্ন
সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে কারাগারে নারীর সময় কাটানোর ঘটনায় কাশিমপুর কারাগার পার্ট-১ এর সিনিয়র জেল সুপার ও জেলারকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে ডেপুটি জেলারসহ তিন জনকে প্রত্যাহার করা হয়েছিলো।
কারাগারে নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দি তুষারের সময় কাটানোর ঘটনায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার রতœা রায় ও জেলার নুর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যাহার হওয়া সুপার ও জেলার এরই মধ্যে তাদের দায়িত্ব হস্তান্তর করেছেন। এছাড়াও এই বিষয়ে জেলা প্রশাসনের তদন্ত কমিটি তদন্ত শেষে তাদের সুপারিশমালা দ্রুত সময়ের মধ্যে জমা দিবেন।