খেলা

মিলানের বড় হার, শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া ইন্টারের

স্পোর্টস ডেস্ক

২৪ জানুয়ারি ২০২১, রবিবার, ১১:৪৬ পূর্বাহ্ন

জুভেন্টাসের টানা ব্যর্থতার সুযোগে ইতালিয়ান সিরি আ’য় শীর্ষ দুই স্থানের লড়াইটা মিলানের দুই নগরপ্রতিদ্বন্দ্বীর। দারুণ ছন্দে থাকা এসি মিলানকে শনিবার রাতে ৩-০ গোলে হারিয়েছে আটালান্টা। একই সময়ে হওয়া আরেক ম্যাচে উদিনেসের বিপক্ষে জিতলেই শীর্ষে উঠতো ইন্টার মিলান। গোলশূন্য ড্র করে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। সিরি আ’য় দ্বিতীয় হারের স্বাদ পাওয়া মিলানের সংগ্রহ ৪৩ পয়েন্ট।

দুই ম্যাচ আগে জুভেন্টাসের কাছে হেরে ২৭ ম্যাচ অপরাজিত পথচলার সমাপ্তি হয় মিলানের। এরপর টানা দুই জয়ের পর আবারো হার। ২৬তম মিনিটে আটালান্টাকে এগিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ৫৩ মিনিটে সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান জোসিফ ইলিসিচ। ৭৭ মিনিটে রোমেরোর অ্যাসিস্ট থেকে দুভান জাপাতার গোলে জয় নিশ্চিত হয় আটালান্টার।

মৌসুমের মাঝপথে এসে শেষ চার ম্যাচে দুই হার এসি মিলানের। তা নিয়ে দুশ্চিন্তা নেই তাদের। তবে শিরোপা জিততে মৌসুমের সবচেয়ে কঠিন সময় অপেক্ষা করছে মিলানের। এমনটাই মনে করেন দলটির অভিজ্ঞ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ‘আমরা এখনো শীর্ষে রয়েছি। এখনো পর্যন্ত দারুণ পারফর্ম করেছি। শিরোপা জয়ের জন্য তা যথেষ্ট নয়। সামনে আমাদের মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচগুলো রয়েছে।’ টানা ৩৮ লীগ ম্যাচে গোল করার ধারাবাহিকতা থেমেছে মিলানের। আসরে ১২ গোল করা ইব্রাহিমোভিচ ছিলেন নিজের ছায়া হয়ে। ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ‘প্রথমার্ধে আক্রমণভাগে আমি ছাড়া আর কেউ ছিল না। যথেষ্ট সহযোগিতা পাইনি। আটালান্টা এতটাই চাপ তৈরি করছিল তাতে আমাদের আক্রমণে ওঠাই কঠিন হয়ে পড়েছিল।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status