খেলা

সাকিবকে নিয়ে চিন্তিত ছিলেন বিসিবি সভাপতি

স্পোর্টস রিপোর্টার

২৪ জানুয়ারি ২০২১, রবিবার, ৯:১৮ অপরাহ্ন

১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। সঙ্গে ফিরেছেন সাকিব আল হাসানও। এক বছর আইসিসির নিষেধাজ্ঞার কারণে ছিলেন মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দল দীর্ঘ বিরতির পর কেমন করবে! এ নিয়ে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ছিল চিন্তিত। আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অকপটে জানিয়েছেন সাকিব আল হাসানকে নিয়ে তার চিন্তার কারণ। গতকাল তিনি বলেন, ‘পারফরম্যান্সের (সিরিজ) কথা যদি আমাকে জিজ্ঞেস করেন- সাকিব, মিরাজ ওরা ভালো করছে। বোলিং, ফিল্ডিং নিয়ে আমি সন্তুষ্ট। ব্যাটিংয়েও একটা ধারাবাহিকতায় ফিরে এসেছে। সাকিবকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম, কতদিন লাগবে তার ছন্দ ফিরে পেতে। বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না। খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে এসেছে। এছাড়া অন্য যারা আছে, আমরা অত্যন্ত আশাবাদী। আগে একজন খেলোয়াড় চোট পেলে বদলি কে খেলবে এ নিয়ে চিন্তায় থাকতাম। এখন নির্বাচক, কোচ, অধিনায়ক চিন্তা করে কাকে বাদ দেবে। দলে এত বিকল্প খেলোয়াড়। এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো।’
২০২৩ সালের ৩১শে মার্চ পর্যন্ত  প্রতিটি ওয়ানডে ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ, সেরা ৮-এ থাকতে পারলে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসারিই খেলতে পারবে টাইগাররা। আর এই কারণেই বিসিবি সভাপতি আইসিসি ওয়ানডে লীগ নিয়ে কোনো ছাড় দিতে চান না। তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে। আমাদের ওয়ানডে সুপার লীগ শুরু হয়েছে। দুটো ম্যাচ জিতে আমরা কিন্তু ২০ পয়েন্ট পেয়েছি। একেকটা ম্যাচ এখন খুব গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচকে ছোট করে বা খাটো করে দেখার সুযোগ নেই। এজন্য আমরা প্রথম থেকে প্রত্যেকটা খেলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আগামী দিনে শক্তিশালী দেশগুলোর বিপক্ষে আমাদের বেশিরভাগ খেলাই দেশের বাইরে। আমরা দেশের মাটিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে সবাইকেই হারিয়েছি। কিন্তু বিদেশে গিয়ে ভালো জয় এক-দুইটা ছাড়া তেমন হয়নি। সেদিক থেকে চিন্তা করলে অত্যন্ত কঠিন। প্রত্যেক খেলাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং অবশ্যই জিততে হবে।’

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলের একাদশ পরিবর্তন আসতে পারে এমনটাই গুঞ্জন। সুযোগ দেয়া হতে পারে দলে ডাক পাওয়া তরুণদের। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘একাদশে পরিবর্তন আসতেই পারে। তবে এমন কোনো পরিবর্তন আমরা চাই না, যাতে কাউকে অবমূল্যায়ন করা হয়।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status