বাংলারজমিন

খুবিতে শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় ববিতে বিক্ষোভ

ববি প্রতিনিধি

২০২১-০১-২৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২১শে জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘ক্যাম্পাস হচ্ছে শিক্ষার্থীদের জায়গা, শিক্ষার্থীরাই ক্যাম্পাসের প্রাণ। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় যে বিশ্ববিদ্যালয় চলে সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার উদ্দেশ্যপ্রণেদিত এবং অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। আমরা উক্ত বহিষ্কার ও বরখাস্তের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে।’ এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিকা সরকার সিঁথি, মাসুম রানা, অদিতি দাস, মাসুদ রানা, সাইফুল ইসলাম, আলিশা মুনতাজ, মাহমুদুল হাসান তমাল। উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের বেতন ফি কমানো, আবাসিক সংকটের সমাধান, দ্বিতীয় পরীক্ষণের ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবিতে গত ২০২০ সালের ১লা জানুয়ারি আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে দুই শিক্ষার্থী বাংলা বিভাগের মোহাম্মদ মোবারক হোসেন নোমান এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের ইমামুল ইসলামকে বহিষ্কার করা হয় এছাড়া, কর্তৃপক্ষের প্রতি অবজ্ঞা ও অসদাচরণসহ নানা অভিযোগে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল, একই বিভাগের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষক হৈমন্তী শুক্লা কাবেরী’কে বরখাস্ত করার সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status