বিশ্বজমিন

শপথ নিলেন ডেমোক্রেট ৩ সিনেটর

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২১, শনিবার, ৮:২৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস শপথ পাঠ করিয়েছেন নতুন তিন সিনেটরকে। এদের মধ্যে দুইজন জর্জিয়া থেকে নির্বাচিত এবং ১ জন তার নিজের আসনে নিয়োগ প্রাপ্ত। গত বুধবার নিজের শপথ গ্রহণের অব্যাহতির পর সিনেটে এই শপথ পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্ট। এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে তার নিজের ডেমোক্রেট পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। এটাও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের টাইব্রেকিং ভোটের ক্ষমতাবলে। তবে বহু ক্ষেত্রে এই সংখ্যাগরিষ্ঠতা সহায়ক হবে না ডেমোক্রেটদের পক্ষে। এমন পরিস্থিতিতে রিপাবলিকান পার্টির সঙ্গে সমঝোতা করে চলতে হবে।
১০০ আসনের মার্কিন উচ্চকক্ষ সিনেটে এখন দলীয় আসন অনুপাত ডেমোক্রেট ৫০ বনাম রিপাবলিকান ৫০। জর্জিয়া রাজ্যের সাম্প্রতিক রানঅফ নির্বাচনে দুটি সিনেট আসনেই জয়লাভ করে ডেমোক্রেট পার্টি।
এর ১টিতে জন অসফ এবং অন্য আসনে রাফায়েল ওয়ারনক সিনেটে প্রথম নির্বাচিত হন।
অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমালা হ্যারিসের শূন্য আসনে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম আ্যলেক্স প্যাডিলাকে সিনেটর হিসেবে নিয়োগ দেন। প্যাডিলা ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের স্থলাভিষিক্ত হবেন।
সিনেটর ওয়ারনক আটলান্টার ইবেন্‌জার ব্যাপটিস্ট চার্চের প্যাস্টর ছিলেন। আ্যলেক্স প্যাডিলা ছিলেন ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেটস। সিনেটর জন অসফের বয়স মাত্র ৩৩ বছর। তিনি সবচেয়ে কম বয়সী সিনেট সদস্য। আ্যলেক্স প্যাডিলার আসনে দুই বছর পর বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status