বিশ্বজমিন

বাইডেনের অভিষেক বক্তব্য শুনেছেন ৪০ মিলিয়ন মানুষ

হেলাল উদ্দীন রানা, যুক্তরাষ্ট্র থেকে

২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১১:০০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের বুধবারের শপথ অনুষ্ঠান ও তার অভিষেক বক্তব্য টেলিভিশনে শুনেছেন  প্রায়  ৪০ মিলিয়ন দর্শক শ্রোতা। দ্য হলিউড রিপোর্টার  বলছে, ১১ টা ৪৫ মিনিট থেকে ১২ টা ১৫ মিনিট এই সময়ে এবিসি, এনবিসি, সিবিএস এবং ক্যাবল নিউজ সিএনএন, এসএসএনবিসি ও ফক্স নিউজে ৩৯ দশমিক ৮৭ মিলিয়ন দর্শক শ্রোতা তা উপভোগ করেন। এই সময়ের মধ্যেই প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহণ করেন এবং তার অভিষেক বক্তব্য রাখেন।

৩ ঘন্টার সময়ব্যাপী ১১ টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠানের দর্শক ছিল ২৯ দশমিক ৪৫ মিলিয়ন । ট্রাম্পের সময়ে এই সংখ্যা ছিল ২৭দশমিক ০৮ ও বারাক ওবামার অনুষ্ঠানের দর্শক শ্রোতা ছিলেন ৩৪ মিলিয়ন ৫১ মিলিয়ন। ফাষ্ট ন্যাশনাল রেটিং জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানের চাইতে এই দর্শক সংখ্যা ১ দশমিক ৫২ মিলিয়ন বেশি।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম অভিষেক অনুষ্ঠান দেখেছিলেন ৫১মিলিয়ন মানুষ। যা ২০০৯ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এরমধ্যে সিএনএন দেখেছেন সর্বোচ্চ সংখ্যক দর্শক শ্রোতা ৯ দশমিক ৯৯ মিলিয়ন।সবচেয়ে কম দর্শক শ্রোতা ফক্সের অনুষ্ঠান দেখেছেন। সেই সংখ্যা ২ দশমিক ১৭ মিলিয়ন। কিন্তু ২০১৭ সালে ট্রাম্পের অনুষ্ঠানে ফক্সের দর্শক সংখ্যা ছিল ৮ দশমিক ৭৭ মিলিয়ন ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status