অনলাইন

ট্রাম্পের অভিশংসনের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় চাইলেন ম্যাককনেল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১০:৪১ পূর্বাহ্ন

ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর আর কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিশংসন নিয়ে আলোচনা হয়নি । সিনেটের মাইনোরিটি লিডার মিচ ম্যাককনেল সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তুতি নেয়ার জন্য কমপক্ষে দুই সপ্তাহ সময় দেয়ার জন্য আবেদন জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রস্তবাটি সিনেটে আলোচনার জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করার কথা বলছেন সিনেটর মিচ ম্যাককনেল। ২১ জানুয়ারি নিজেদের মধ্যে এক কনফারেন্স কলে সিনেটর ম্যাককনেল  অভিশংসন মোকাবেলা করার প্রস্তুতি নেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের আইনি দলকে দুই সপ্তাহের সময় দেয়ার কথা বলেছেন।

কংগ্রেসের স্পিকার কত দ্রুততার সঙ্গে অভিশংসন প্রস্তাবটি সিনেটে প্রেরণ করবেন তা এখনো নিশ্চিত নয়। আসছে সপ্তাহে প্রস্তাব সিনেটে প্রেরণ করা হলে পরদিন থেকেই এ নিয়ে কার্যকক্রম শুরু হতে পারে।  এ নিয়ে সিনেটে ডেমোক্রেট দলের নেতা চার্লস শুমার নিশ্চিত কিছু জানাননি। সিনেটর মিচ ম্যাককনেল বলেছেন বিষয়টি নিয়ে সিনেটর শুমারের সঙ্গে আলোচনা চলছে।  
ডেলোয়ার থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর ক্রিস কুনস সিএনএনকে বলেছেন, তিনি মনে করেন ডেমোক্রেট দলও ট্রাম্পকে এমন সময় দেয়ার বিষয়টি মুক্তভাবে দেখছে। এতে আত্মপক্ষ সমর্থনের জন্য ট্রাম্প শিবিরকে প্রস্তুতি নেয়ার পর্যাপ্ত সময় দেয়া হবে।

স্পিকার ন্যান্সি পেলোসি বৃহস্পতিবারে এক সংবাদ সম্মেলনে বলেছেন, কংগ্রেস প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের জন্য প্রস্তুত ছিলো। এখন সিনেট প্রস্তুত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। সিনেট থেকে প্রস্তুতির কথা জানিয়ে দেয়া হয়েছে বলে জানান পেলোসি। তিনি বলেন , সিনেটকে সিদ্ধান্ত নিতে হবে কতোটা দ্রুততার সঙ্গে তারা অভিশংসন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করবে।    
কংগ্রেসের কমিউনিকেশন ডিরেক্টর কেইট বেডিংফিল্ডও বলেছেন ট্রাম্পের অভিশংসনের সময় নিয়ে সিনেট নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন।
এখন পর্যন্ত জানা গেছে , ট্রাম্প অন্ততঃ একজন আইনজীবীকে তার অভিশংসন মোকাবেলার জন্য নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ট সহযোগি সিনেটর লিন্ডসে গ্রাহাম সিনেট রিপাবলিকানদের সঙ্গে করা এক কনফারেন্স কলে সাউথ ক্যারোলাইনার আইনজীবী বাচ বায়ারকে আইনজীবী হিসেবে ট্রাম্প নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন।
সিনেটর গ্রাহাম বলেছেন, ট্রাম্পের অভিশংসন মোকাবেলার জন্য একটাই যুক্তি তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতা থেকে চলে যাওয়া কোনো প্রেসিডেন্টকে অভিশংসন করার নিয়ম নেই বলে সিনেটর গ্রাহাম তার যুক্তির কথা তুলে ধরেন। রিপাবলিকানদের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে আর অভিশংসন বিচারে দাঁড় না করানোর অনুরোধ জানানো হচ্ছে। একদিকে সংবিধানে এমন কোন বিধান নেই এবং প্রেসিডেন্ট জো বাইডেন যে ঐক্যের আহ্বান জানিয়েছে তার সঙ্গে বিষয়টি সাংঘর্ষিক বলে যুক্তি দেয়া হচ্ছে।

স্পিকার ন্যান্সি পেলোসি একবাক্যে রিপাবলিকানদের এমন অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছেন। স্পিকার পেলোসি বলেছেন , একজন প্রেসিডেন্ট ক্ষমতার শেষ সময়ে এসে যা ইচ্ছে তা করবেন এমনটা মেনে নেয়া যায় না। সাবেক প্রেসিডেন্ট সমর্থকদের দিয়ে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তা-ব চালিয়েছেন। ভোটের ফলাফল পাল্টে ফেলার মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে হুমকিতে ফেলার জন্য ট্রাম্প চেষ্টা করেছেন বলে স্পিকার পেলোসি উল্লেখ করেন।  ডেমোক্রেট দলের পক্ষ থেকে মনে করা হচ্ছে সিনেটের ১৭ জন রিপাবলিকানদের সমর্থন পেয়ে যাবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন চূড়ান্ত করার জন্য। কংগ্রেস ও সিনেটে ডেমোক্রেট দল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সিনেটে সিনেট রিপাবলিকানদের ১৭ জনের সমর্থন না পেলে অভিশংসন প্রচেষ্টা সফল নাও হতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status