খেলা

৪৭ বছর পর লিভারপুলকে হারালো বার্নলি

স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১০:০৮ পূর্বাহ্ন

৪৭ বছর পর লিভারপুলকে হারালো বার্নলি। ১৯৭৪ সালের পর বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ১-০ গোলের জয় পেলো তারা। নতুন বছরে এখনো গোলের দেখা পায়নি লিভারপুল। সব মিলিয়ে ৪৩৮ মিনিট ধরে গোলহীন রয়েছে তারা।
অ্যানফিল্ডে এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখিয়েছে লিভারপুল। কিন্তু সুযোগ তৈরি করতে পারেনি সালাহ, ফিরমিনোকে বেঞ্চে বসিয়ে খেলতে নামা দলটি। কয়েক মিনিটের ব্যবধানে দিভোক ওরিগির দুটি শট প্রতিহত করেন বার্নলি গোলরকক্ষক নিক পোপ।
বিরতির আগে বার্নলির ডিফেন্ডার বেন মির ভুলে মাঝমাঠের কাছে বল পান ওরিগি। কিন্তু বেলজিয়ান এই ফরোয়ার্ডের শট ক্রসবারে লেগে ফিরে যায়।
৪৬তম মিনিটে সাদিও মানের পাসে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিচু শট বা দিকে ঝাঁপিয়ে ফেরান পোপ। এর একটু পরই ওরিগি ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনকে তুলে নিয়ে সালাহ-ফিরমিনোকে মাঠে নামান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
বদলি নামার পাঁচ মিনিট পর গোল করতে ব্যর্থ হন সালাহ। জর্জিনিয়ো ভেইনালডামের পাস থেকে ডি-বক্সে বল পান তিনি। কিন্তু সালাহ’র বা পায়ের শট ঝাপিয়ে প্রতিহত করেন পোপ। ৮৩তম মিনিটে পেনাল্টি পায় বার্নলি। স্পটকিকে বার্নলির জয়সূচক গোলটি করেন বার্নস। তাকে লিভারপুল গোলরক্ষক আলিসন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
লিগে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারালো লিভারপুল। ড্র তিনটি, দুটিতে হার। ঘরের মাঠে তাদের ৬৮ ম্যাচের অজেয় যাত্রাও থেমে গেল। এর আগে ২০১৭ সালে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে হারে অল রেডরা।
১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় চতুর্থ অবস্থানে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৬তম স্থানে বার্নলি। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status