বিনোদন

আলাপন

কেন বাদ পড়েছি নিজেই জানি না -হিমি

এন আই বুলবুল

২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৯:৫৪ পূর্বাহ্ন

ছোটপর্দার মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই সময়ে টিভি ধারাবাহিকের পাশাপাশি একক নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন। ওয়েব সিরিজেও সামনে কাজের পরিকল্পনা আছে বলে জানান। তিনি বলেন, কয়েকটি ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় কাজ করিনি। তবে ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছে আছে। খুব শিগগিরই এই মাধ্যমে চমকদার কিছু পাবেন দর্শক। এদিকে গত বছরের শুরুতে জানা যায় জাতির জনক বঙ্গবন্ধুর বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বেলার চরিত্রে অভিনয় করবেন হিমি। কিন্তু সম্প্রতি তাকে ছবিটি থেকে বাদ দেয়া হয়। বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিমি নিজেই নিশ্চিত করেন। কিন্তু কেন বাদ পড়লেন এমন একটি কাজ থেকে? উত্তরে হিমি বলেন, কেন বাদ পড়েছি নিজেই জানি না। তারাও আমাকে কিছু জানায়নি। যখন দেখলাম ছবি সংশ্লিষ্ট অন্য শিল্পীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। অথচ আমার ডাক পড়েনি! তারপর খবর নিয়ে জানতে পারলাম আমাকে বাদ দেওয়া হয়েছে। তবে বিষয়টি অবহিত করা উচিত ছিলো। সে যাই হোক, ছবিটির সকলের প্রতি শুভকামনা রইলো। এর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেয়ার পরও আমার সঙ্গে অনেক নাটক হয়েছে। এসব নিয়ে কোনো আক্ষেপ নেই। দিন শেষে সবার ভালোবাসায় আমি নিয়মিত কাজ করছি। এভাবেই কাজ করে যেতে চাই। আগামীতে আমার জন্য হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে। আপনার নিজের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা কী? প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই। ছোটপর্দার বাইরে চলচ্চিত্রেও কাজ করার ইচ্ছে আছে। যদিও আমাদের এখন চলচ্চিত্রের অবস্থা বেশি একটা ভালো না। চলতি সময়ের শোবিজ অঙ্গন কেমন দেখছেন হিমি? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কেউ কেউ অনেক বেশি কাজ করছে। আবার কেউ কাজ ছাড়া ঘরে বসে আছে। আমি মনে করি সবার কাজ করার সুযোগ সৃষ্টি প্রয়োজন। ইউটিউবে আমরা যা দিবো দর্শক কম বেশি সেটি গ্রহণ করবে। আমি মনে করি, বেঁচে থাকার মতো কাজ দর্শকদের উপহার দেওয়া উচিৎ। শুধু ভিউয়ের জন্য কনটেন্ট না, শিল্পীর নিজের জন্যও ভালো কনটেন্ট  প্রয়োজন। কারন দিন শেষে ভালো কাজের মধ্য দিয়েই একজন শিল্পী বেঁচে থাকেন ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status