শেষের পাতা

এ কেমন চলে যাওয়া!

স্টাফ রিপোর্টার

২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৯:২৬ অপরাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজাল মোহাম্মদ। বৃহস্পতিবার বিকাল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। আফজালের স্বজনরা জানান, ২০ দিন আগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তার করোনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
স্বজনরা বলেন, আফজাল সর্বশেষ চ্যানেল নাইন-এ সাংবাদিকতা করেছেন। সামপ্রতিক সময়ে তিনি একটি গবেষণা প্রতিষ্ঠানে যোগ দেন। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
আফজাল মোহাম্মদের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে সেখানে নিয়ে তাকে দাফন করা হয়। তবে তার আগে রাত আটটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আফজালের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে রাত সাড়ে আটটায় নেয়া হয় টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) কার্যালয়ে। এ সংগঠনে নির্বাহী কমিটির সদস্য ছিলেন আফজাল। পাশাপাশি বিজেসি’র গবেষণা সহযোগী হিসেবেও দায়িত্বরত ছিলেন তিনি। আফজালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংগঠনটি। এ ছাড়াও শোক ও সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের অন্য সংগঠনগুলোও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status