খেলা

টেস্ট দলের অনুশীলন শুরু

ইনজুরি কাটিয়ে মুমিনুলের হাতে ব্যাট

স্পোর্টস রিপোর্টার

২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৯:১৫ অপরাহ্ন

বুড়ো আঙুলে বলের আঘাত। বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে তখন চট্টগ্রামের হয়ে আর খেলা হলো না দেশের টেস্ট অধিনায়কের। দুবাই থেকে করাতে হয়েছিল অস্ত্রোপচার। শঙ্কা ছিল শেষ পর্যন্ত দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে পারবেন তো! না, টেস্ট অধিনায়কের আর কোনো সমস্যা নেই। তিনি হাতে ব্যাট তুলে নিয়েছেন। গতকাল শুরু হয়েছে বাংলাদেশ টেস্ট দলের আনুষ্ঠানিক অনুশীলন। এতে যথারীতি অংশ নেন টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ইনজুরিতে পড়া তরুণ স্পিনার নাঈম হাসানও এখন ফিট। গতকাল অনুশীলনের সময় কোচ রাসেল ডমিঙ্গো নিশ্চিত করেছেন দু’জনই ভালো আছেন। ডমিঙ্গো বলেন, ‘মুমিনুল ও নাঈম দু’জনই ফিট। টেস্ট দলের সবাই ভালো আছে।’ গতকাল সকাল ১০টায় শুরু হয় টেস্ট দলের অনুশীলন।  সেখানে বোলিং কোচ ওটিস গিবসন, নয়া ব্যাটিং কোচ জন লুইস, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ফিজিও ক্যালেফ্যাতোর সঙ্গে দুপুর একটা পর্যন্ত অনুশীলনে ঘাম ঝড়ায় টেস্ট দলের সদস্যরা। টানা বল করেন নাঈম হাসান। এছাড়াও তিন পেসার সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও আবু জায়েদ চৌধুরী  রাহী বল করেন। এ সময় ব্যাট করেন, সাদমান ইসলাম অনিক, ইয়াসির আলী রাব্বিরা। মুমিনুল প্রায় এক ঘণ্টা ইনডোরে একা একাই ব্যাটিং করেন। দুপুর ১২টায়  আসেন নেটে। অনুশীলন শেষে মাঠেই টেস্ট দলের কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয়। বুধবার তারা টিম হোটেলে  যুক্ত হয়েছেন জৈব সুরক্ষা বলয়ে।
মুমিনুল ও নাঈম হাসানের অনুশীলনে ফেরা প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দৈনিক মানবজমিনকে বলেন, ‘মুমিনুল এখন সম্পূর্ণ ফিট আছে। ও আজ (বৃহস্পতিবার) ব্যাট শুরু করেছে। অবশ্য বেশ কিছুদিন থেকে ব্যাট করার জন্য তাকে প্রস্তুত করা হচ্ছিল। আমরা ওকে পূর্ণ শক্তিতে
পাবো বলেই আশাবাদী। কারণ, সিরিজের প্রথম টেস্ট শুরু হতে এখনো অনেক সময় বাকি। ৩রা ফেব্রুয়ারির আগেই ও প্রস্তুত থাকবে। আর ইনজুরি কাটিয়ে  গেল এক সপ্তাহ থেকে বল করছে।’ গতকাল অফস্পিনার নাঈমকে  নেটে সাবলীলভাবেই বল করতে দেখা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক টেস্ট দল ঘোষণা করেছে। চট্টগ্রামে ২৮শে জানুয়ারি থেকে তারা খেলবে ৩ দিনের প্রস্ততি ম্যাচ। এরপরই নির্বাচকরা মূল টেস্ট স্কোয়াড ঘোষণা করবেন।
অন্যদিকে টেস্ট অধিনায়ক মুমিনুল ও নাঈমের ইনজুরির বর্তমান অবস্থা নিয়ে বিসিবির নয়া চিকিৎসক মঞ্জুরুল  হোসাইন চৌধুরী বলেন, ‘মুমিনুলের আঙুলের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। তেমন কোনো সমস্যা  নেই। সে ব্যাটিং শুরু করেছে। আর নাঈমও আগের চেয়ে বেশ ভালো আছে। দু’জন দ্রুতই রিকভার করেছে এতে আমাদের স্বস্তি।’ টেস্ট দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষার বিষয়ে চিকিৎসক বলেন, ‘আজ তৃতীয় দফায় টেস্ট দলের ক্রিকেটারদের করোনা নমুনা সংগ্রহ হলো। এর আগে ১৭ ও ১৯শে জানুয়ারি দুটি টেস্ট হয়েছে। সেখানে তাদের ফলাফল নেগেটিভ এসেছে। আশা করি চট্টগ্রাম যাওয়ার আগে তৃতীয় টেস্টেও কারো সমস্যা পাওয়া যাবে না। এরই মধ্যে টেস্ট দলের সবাই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে যুক্ত হয়েছেন।’
টেস্ট চ্যাম্পিয়ানশিপের পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগাররা নিজের নামের পাশে কোনো পয়েন্ট যোগ করতে পারেনি। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচেই হেরেছে মুমিনুলের দল। অন্যদিকে ৭ ম্যাচ খেলে ক্যারিবীয়রা ৪০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। তবে দেশের মাটিতে টেস্ট দলের সামনে সুযোগ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টেস্ট চ্যাম্পিায়ানশিপের মিশনে পয়েন্ট যোগ করে নেয়ার। সিরিজ জিতলে টাইগারদের খাতায় জমা পড়বে পূর্ণ ১২০ পয়েন্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status