খেলা

‘আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন হাসান’

স্পোর্টস রিপোর্টার

২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৯:১৪ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেকে তিন উইকেট নেন ২১ বছর বয়সী পেসার হাসান মাহমুদ। আর বাংলাদেশ দলের বোলিং কোচ ওটিস গিবসন বললেন উইকেটের দুই দিকে সুইং দিয়ে ব্যাটসম্যানদের জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন বাংলাদেশের এ তরুণ পেসার। গতকাল মিরপুরে গিবসন বলেন, ‘না সে (হাসান) আমাকে একদমই অবাক করেনি, এজন্যই তাকে একাদশে রাখা হয়েছিল। কারণ আমরা তার উন্নতি দেখেছি। সে প্রায় গত ১২ মাস ধরেই আমাদের সঙ্গে আছে। সে গত বছরের শুরুতে পাকিস্তানে ছিল। এটি ভালো যে সে সুযোগ পেয়েছে এবং অভিষেকেই তিন উইকেট তার পরিশ্রমের জন্য ভালো পুরস্কার।’
ক্যারিবীয় কোচ গিবসন বলেন, ‘সে (হাসান মাহমুদ) অনেক পরিশ্রম করেছে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো। তার সঙ্গে কাজ করা আনন্দদায়ক। আমরা চেষ্টা করছি বল ভেতরে আনার, আমরা অনেক কিছু নিয়েই কাজ করেছি তার কবজির পজিশন নিয়ে। সে ইতিমধ্যে প্রমাণ করেছে যে সে তার কবজির পজিশন ঠিক জায়গায় আনলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে। আশা করছি সে এখান থেকে আরও ভালো করবে এবং সামনের ম্যাচ গুলোয় আপনারা আরও বল ভেতরের দিকে সুইং করতে দেখবেন।’
সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেট সমান ভাগাভাগি করেন বাংলাদেশ দলের পেসার ও স্পিনাররা। পরে ১২২ রান তাড়া করে সহজ জয়ই পায় বাংলাদেশ। ওটিস গিবসন বলেন, ‘আমার মনে হয় সেটি (প্রথম ওয়ানডে) একটি ভালো দলগত পারফরমেন্স ছিল। কন্ডিশন আদর্শ ছিল না, পিচে টার্ন ছিল। কিন্তু আমাদের দল সব দিক দিয়েই পরিপূর্ণ ছিল। সাকিব এবং মেহেদিকে নিয়ে স্পিন আক্রমণ এবং অবশ্যই পেসাররা। আমার মনে হয় ফিজ  (মোস্তাফিজ) এবং রুবেল শুরুতে খুবই ভালো বোলিং করেছে। এবং হাসান মাহমুদের দারুণ অভিষেক হয়েছে। সব কিছু মিলিয়ে আদর্শ পারফরমেন্স ছিল না কিন্তু জয়টি সিরিজ শুরু করার একটি ভালো উপায় ছিল।
সফররত ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে গিবসন বলেন, ‘ফিল সিমন্স খুবই ভালো একজন কোচ। সে তার অভিজ্ঞ অনেক খেলোয়াড়কে মিস করছে এবং তরুণ খেলোয়াড়দের জন্য এটি একটি সুযোগ। আমার মনে হয় ছয় জনের অভিষেক হয়েছে সেদিন। এটি অবশ্যই অভিষিক্তদের জন্য কঠিন হবে এখানকার কন্ডিশনে। কিন্তু এটা তাদের জন্য সুযোগ। যদি সবাই এই সিরিজে আসতো তাহলে তাদের কেউ কেউ এখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেতো না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status