বাংলারজমিন

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন হত্যা মামলার পলাতক আসামি ইউপি চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৮:১২ অপরাহ্ন

২০১১ সাল থেকে তিনি পলাতক। আদালত থেকে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তাকে খুঁজে পায় না। অথচ কথিত পলাতক আসামি থেকেই তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচন করে বিজয়ী হয়েছেন। ৯ বছর ধরে এলাকায় বিভিন্ন সভা, সমাবেশ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে অংশগ্রহণ করছেন। ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পুলিশের উপস্থিতিতে করছেন প্রতিবাদ সমাবেশ। সিভিল ও পুলিশ প্রশাসনের সামনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সশরীরে উপস্থিত থেকে বৈঠক করছেন। ঘুরছেন পুলিশের সামনেই বীরদর্পে। থানায়ও যাচ্ছেন বিভিন্ন কাজে তদবির করতে। আবার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই তিনি পেয়েছেন কমিউনিটি পুলিশিংয়ের জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার। এই ক্ষমতাধর চেয়ারম্যান হচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের নাসির উদ্দিন মালিতা। জানা যায়, ২০১০ সালের ৭ই জুলাই সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার থেকে নিজ গ্রাম কাশিমনগর বাড়ি ফেরার পথে খালের ব্রিজের উপরে বোমা হামলায় মারাত্মক আহত হন গান্না ইউনিয়নের তৎকালীন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মণ্ডল শান্তি। ঘটনার ৩ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি বিস্ফোরক ও আরেকটি হত্যা মামলা দায়ের করেন নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম মালিতা। ঘটনার সঙ্গে জড়িত ৮ আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তাদের জবানবন্দির ভিত্তিতে মামলার ৯ নং আসামি হয়ে যান চেয়ারম্যান নাসির মালিতা। এরপর হত্যা মামলার আসামি হয়েই তিনি গান্না ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালের ২৪শে অক্টোবর মামলার চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তাতেও চেয়ারম্যান নাসির মালিতাসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়। আদালতে চার্জশিট জমা হলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। সেই থেকে চেয়ারম্যান নাসির মালিতাসহ ৪ জন আসামি পলাতক রয়েছে। এ ব্যাপারে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। কিন্তু পুলিশ ও জনসম্মুখে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন পলাতক
আসামি নাসির উদ্দিন। বিষয়টি ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ আদালতের নজরে আসলে নতুন করে দুই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে পুনরায় গত ১৮ই জানুয়ারি আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। দীর্ঘ ১০ বছরেও হত্যা মামলার বিচার না পেয়ে হতাশা ও আতঙ্কের মধ্যে মামলার বাদী সিরাজুল ইসলাম মালিতা ও তার পরিবার জীবনযাপন করছেন। এ ব্যাপারে চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার সঙ্গে তার মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, এই মামলায় আমার নামে চার্জশিট হওয়ার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাদী পক্ষের সঙ্গে ওই সময় মামলাটি আপস মীমাংসা করি। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আমার বিপক্ষ দল আমার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বিভিন্ন কাজের চাপের কারণে মামলার তদবির করতে না পারায় এমনটি হতে পারে বলে তিনি মনে করেন। এখন শুনছি, এই মামলায় আমার বিরুদ্ধে নতুন করে ওয়ারেন্ট জারি হয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এই মামলাটি সম্পর্কে আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে দেখবো যদি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট থাকে তাহলে অবশ্যই আইনেগত ব্যবস্থা নেবো।।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status