বাংলারজমিন

রামপালে ভূমিহীনরা পাচ্ছেন ১০টি ঘর

বাগেরহাট (রামপাল) সংবাদদাতা

২০২১-০১-২১

মুজিব শতবর্ষ উপলক্ষে রামপাল উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের গৃহ নির্মাণ করা হচ্ছে। রামপাল উপজেলায় গৃহ নির্মাণ কাজ এরই মধ্য প্রায় শেষ হয়েছ। চলতি মাসের যে কোনদিন প্রধানমন্ত্রী দেশ ব্যাপী একযোগে উদ্বোধন করবেন নির্মিত এই ঘর। তার পরই প্রতিটি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। এরইমধ্যে রামপাল উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ১০টি ঘরজুড়ে নতুন স্বপ্ন বুননে সারাজীবন কাটাবেন উপজেলার গৃহহীন ও ভূমিহীন ব্যক্তিরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ২ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে থাকছে দুটি কক্ষ, একটি বারান্দা, রানার জায়গা ও একটি টয়লেট। প্রতিটি বাড়ি নির্মাণ ব্যয় হছ ১ লাখ ৭৫ হাজার টাকা। ভূমিহীন ও হতদরিদ্রদের মধ্যে ঘর পেয়েছেন, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আলুকদিয়াচর গ্রামের হুমায়ুন শেখ ও মোঃ হেমায়েত উদ্দিন জমাদ্দার, আদাঘাট গ্রামের মোঃ শহিদুল ইসলাম শেখ, আলমগীর শেখ, মোঃ আলামিন, জরিনা বেগম ও প্রসাদ নগরের মোঃ আব্দুর রউফ ইজারদার, হনুফা বেগম, তামিদুল শেখ ও মোঃ হানিফ শেখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস জানান, মুজিব বর্ষের অঙ্গীকার কেউ থাকবেনা গৃহহীন আর। মাননীয় প্রধানমন্ত্রীর সেই অঙ্গীকার হিসাবে বাগেরহাটের রামপালে প্রকৃত যাচাই বাচাইয়ের মাধ্যমে হতদরিদ্র ও ভূমিহীনদের মাঝে আধাপাকা নির্মিত এই ঘরগুলো আমারা কাজ শেষ করে বুঝিয়ে দিবো। আমি ব্যক্তিগতভাবে ঘর নির্মানের সময় বারবার সেখানে গিয়েছি এবং শতভাগ কাজ করার চেষ্টা করেছি। রাস্তার পাশে বা অন্যর বাড়িতে থাকা অসহায় মানুষগুলো অন্তত আজ মাথাগোঁজার ঠাঁই করে দিতে পেরেছি। আশাকরি পর্যায়ক্রমে বাকি গৃহহীন ও ভূমিহীনদের ও আরা ঘর নির্মাণ করে দেবো।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status