বিনোদন

ভারতে 'বঙ্গবন্ধু' বায়োপিকের শুটিং শুরু

স্টাফ রিপোর্টার

২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৬:৫৭ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনী‌ভি‌ত্তিক চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। আজ ভারতের মুম্বইয়ে শ্যাম বেনেগাল পরিচালিত চলচ্চিত্রটি শুভ মহরতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। এই বহুপ্রতীক্ষিত চলচ্চিত্রের মহরতে পরিচালকসহ আরও উপস্থিত ছিলেন ছবির প্রধান চরিত্র আরিফিন শুভ এবং শিল্পী-কুশলীরা। শুটিং ইউনিটের বাইরে মুম্বইতে বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বে থাকা ডেপুটি হাই কমিশনার মহম্মদ লুতফর রহমান এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবিটির শুটিং গত বছরের মার্চে ঢাকায় শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বেশ কয়েক মাস পিছিয়ে যায়। কিন্তু বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল আর দেরি করতে চাননি, ফলে মুম্বইয়ের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না-হওয়া সত্ত্বেও আজ মুম্বইয়ের একটি স্টুডিওতে বঙ্গবন্ধুর বায়োপিকের মহরত অনুষ্ঠান সেরে ফেললেন। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে একঝাঁক শিল্পী-অভিনেতা মুম্বইতে গিয়ে পৌঁছেছেন। জানা গেছে, টানা প্রায় আড়াই মাস মুম্বইতে ছবিটির শুটিং চলবে, তারপর পুরো ইউনিট ঢাকায় যাওয়ার কথা রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ যে ‘মুজিব বর্ষ’ উদযাপন করছে তা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত হয়েছে। ছবির কাজ তার মধ্যেই শেষ করে সেটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালক শ্যাম বেনেগালের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status