বিশ্বজমিন

সবাই ভ্যাকসিন পাবে বলে আশ্বস্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মানবজমিন ডেস্ক

২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৫:২৬ অপরাহ্ন

যারা ভ্যাকসিন গ্রহণে ইচ্ছুক তারা সবাইই ভ্যাকসিন পাবেন বলে আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থাটির সহকারী মহাপরিচালক মারিয়াঞ্জেলা সিমাও এই আশ্বাস দেন। তিনি বলেন, সারা বিশ্বের মানুষ যেন করোনাভাইরাসের ভ্যাকসিন পায়, তা নিশ্চিত করতে তারা কাজ করছেন। সবার ভ্যাকসিন প্রাপ্তি প্রসঙ্গে ডব্লিউএইচও’র এই শীর্ষ কর্মকর্তা বলেন, কারো আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ, আপনি ভ্যাকসিন পেতে যাচ্ছেন।

ধনী-গরিব নির্বিশেষে করোনার ভ্যাকসিনের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে কোভ্যাক্স নামের বৈশ্বিক উদ্যোগে যৌথ নেতৃত্ব দিচ্ছে ডব্লিউএইচও। এই উদ্যোগের যৌথ নেতৃত্বে ডব্লিউএইচও ছাড়াও রয়েছে দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই) ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি)। ফেসবুকের এক লাইভ অনুষ্ঠানে সিমাও বলেন, সব দেশ, সব মানুষের ভ্যাকসিন নিশ্চিত করতে তারা কঠোর পরিশ্রম করে চলছেন। বিশ্বের প্রায় ৫০টি দেশ করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে। এরমধ্যে ৪০টিই উচ্চ আয়ের দেশ। কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে আগামী মাসে ভ্যাকসিন সরবরাহ শুরু হতে পারে। বিশ্বের ১৮০টির বেশি দেশ ইতিমধ্যে কোভ্যাক্স উদ্যোগে যুক্ত হয়েছে। আগামী মাসের শেষ নাগাদ কোভ্যাক্সের করোনার ভ্যাকসিনের প্রথম চালান দেশগুলোয় পৌঁছাবে বলে তারা আশা করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status