বাংলারজমিন

বান্দরবানে জিপ খাদে পড়ে ৩ শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৪:০৬ অপরাহ্ন

বান্দরবানের থানচি উপজেলায় জিপ গাড়ি উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে থানচি ৩ কিলোমিটার নামক স্থানের ওয়াচাকোপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আরও ৫ জন আহত হয়। নিহতরা হলেন-  জেলার রুমার বাকলাই এর পিয়েল বম (২৯), চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া এলাকার আশু (৫০) ও অজ্ঞাত একজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে জিপে করে বাকলাই থেকে থানচি সদরে আসার সময় ৩ কিলোমিটার নামক স্থানের ওয়াচাকো পাড়ায় আসলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং অপর ৫ জন আহত হয়। আহতরা হলেন- উমতন বম (৪৮) চকরিয়া এলাকার নাছির হোসেন (৩০) সাদ্দাম (চালক) (৪০) নোয়াখালীর মইনুদ্দিন (২৮) ও গোপাল গঞ্জের সাইফুল শেখ (৩০)। পরে খবর পেয়ে পুলিশ সেনা সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে পাঠায়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুউদ্দিন আনোয়ার জানান বাকলাই থেকে থানচি সদরে আসার সময় ৩ কিলোমিটার নামক স্থানের ওয়াচাকো পাড়ায় ভি৭০ জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। আহত ৫ জনকে  উদ্ধার করে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status