বিশ্বজমিন

সিএনএনের রিপোর্ট 

ওয়াশিংটনে ট্রাম্প যুগের  অবসান

মানবজমিন ডেস্ক

২০ জানুয়ারি ২০২১, বুধবার, ৮:৩৩ অপরাহ্ন

ট্রাম্প যুগের অবসান হয়েছে ওয়াশিংটনে। কিছুক্ষণ আগে ওয়াশিংটন থেকে তিনি  ফ্লোরিডার পথে  যাত্রা শুরু করেছেন। সেখানে মার-এ-লাগো’তে অবস্থান করবেন বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প । আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে সমাপ্ত হতে যাচ্ছে জমাট বাঁধা এক অবস্থায়।  এ সময়ে ওয়াশিংটনের বাইরে ক্যামেরাগুলো যেন ছিল ক্ষুধিত। সত্য ছিল অভুক্ত। অন্ধকারময় একটি সময়কে অতিক্রম করে ওয়াশিংটনে আর কিছুক্ষণের মধ্যে চালু হতে চলেছে নতুন এক অধ্যায়। সে অধ্যায়ের শুরু হবে স্থানীয় সময় দুপুর বারোটায়। এ সময় ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডেমোক্রেট জো বাইডেন। হয়তো সেই শপথ অনুষ্ঠান সহ্য করতে পারতেন না বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প । সেই অবস্থা থেকে মুক্ত হতে তিনি কয়েক ঘণ্টা আগেই ওয়াশিংটন ছেড়েছেন।  যেখানে কেটেছে তার চারটি বছর, তাদের দাপটে গাছের পাতা থাকতো নীরব, সেখানকার পরিবেশ এদিন তার কাছে অচেনা। চারদিকে সামরিক উপস্থিতি।  ন্যাশনাল গার্ডরা ঘিরে রেখেছে ওয়াশিংটন ডিসি। বিভিন্ন পয়েন্টে অবরুদ্ধ করে দেয়া হয়েছে রাস্তাঘাট। পুরো লকডাউন।  এ মাসের শুরুর দিকে সংঘটিত দাঙ্গার মতো ঘটনা যেন আর ঘটতে না পারে, সে জন্য গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বুহ্য।  সিএনএন মন্তব্য করেছে-  করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৪ লাখ মার্কিনি মারা গেছে গেছেন। কিন্তু সেই ভয়াবহতাকে খর্ব করে, অবজ্ঞা করেছেন ট্রাম্প।  তাই সিএনএন-এর ভাষায় তিনি এসব মার্কিনির মৃতদেহ রেখে গেলেন  ওয়াশিংটনে ।  তার বিরোধীরা বলছেন, নতুন এক যুগের সূচনা হতে চলেছে। চার বছর যে অবরুদ্ধ অবস্থার মধ্যে মধ্য দিয়ে, অসত্যের মধ্য দিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র- তার অবসান হয়েছে।  

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status