বাংলারজমিন
আড়াইহাজারে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালো স্বামী
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২০২১-০১-২০
আড়াইহাজারে স্ত্রী সাবিনা (২৭) লাশ রেখে স্বামী ইলিয়াস মিয়া পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মঙ্গলবার রাতে স্থানীয় মুল্লুকসাদী এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার এসআই পলাশ কান্তি রায় জানান, গৃহবধূ সাবিনা পারিবারিক কলহের জের ধরে নিজের শোবার ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তার স্বামী ইলিয়াস মিয়া তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আরিফ ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন। এ খবর শুনে স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী পালিয়ে যায়। সে স্থানীয় মুল্লুক সাদী এলাকার বাসিন্দা। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।