বিশ্বজমিন

বাইডেনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চান জনসন

মানবজমিন ডেস্ক

২০ জানুয়ারি ২০২১, বুধবার, ৩:৫২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জো বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জো বাইডেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা রকম তথ্য মিডিয়ায়। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন মালয় মেইল। এতে বলা হয়, জো বাইডেনের সঙ্গে কোনোদিনই সাক্ষাত হয়নি বরিস জনসনের। বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একবার জনসনকে আখ্যায়িত করেছিলেন ‘বৃটেনের ট্রাম্প’ হিসেবে। এ থেকে স্পষ্ট ট্রাম্পের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জনসনের। কিন্তু এখন রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে হলে, সেই সম্পর্ককে উন্নত করতে হলে, অনেক বেশি কাজ করতে হবে জনসনকে। সম্ভবত তার প্রেক্ষিতে মঙ্গলবার জনসন একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক যাত্রা শুরুতে জো বাইডেনকে উষ্ণ অভিনন্দন জানাই। নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। আমরা করোনাকে পরাজিত করতে চাই। মহামারিকে পিছনে ফেলে গড়ে তুলতে চাই উন্নত ভবিষ্যত। করোনা মহামারির বিরুদ্ধে লড়াই, বিশজুড়ে জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা, নিরাপত্তা, গণতন্ত্রের পক্ষে অবস্থান আমাদের অভিন্ন লক্ষ্য। এসব অর্জন করতে আমাদেরকে কঠোর কাজ করতে হবে। জনসন আশা করেন এ বছর জি-৭ বৈঠকে যোগ দিতে বাইডেন বৃটেন সফর করবেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সিওপি২৬ সামিটে যোগ দেবেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status