রকমারি

গোসল না করেই ৬৫ বছর

নিজস্ব সংবাদদাতা

২০২১-০১-১৯

বিশ্বের দীর্ঘতম বা ক্ষুদ্রতম মানুষ কিংবা প্রবীণ মানুষের কথা তো মাঝেমধ্যে শোনা যায়। কিন্তু বিশ্বের সবচেয়ে নোংরা ব্যাক্তি? এমনটা সচরাচর শোনা যায় না। এবার খোঁজ মিলল তেমনই এক আজব মানুষের। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে ইরানের অশিতিপর বৃদ্ধ আমৌ হাজি বিশ্বের সবচেয়ে নোংরা ব্যক্তি বলেই অভিহিত। ৮৩ বছরের এই বৃদ্ধের হিসাব বলছে, গত ৬৫ বছর ধরে তিনি গোসল করেননি। কিন্তু কেন? তাঁর কথায়, তিনি পানিকে ভীষণ ভয় পান। তাই ছয় দশকের বেশি সময় কাটিয়ে দিয়েছেন গোসল না করেই। আমৌ মনে করেন, গোসল করেলই তিনি নাকি অসুস্থ হয়ে পড়বেন! ইরানের মরু অঞ্চলে একাই থাকেন আমৌ। এখনও ভালোবাসার সন্ধানে দিন কাটছে তাঁর। ভালোবাসেন সজারুর পচা মাংস খেতে। আমিষ খাবার তাঁর পছন্দের হলেও ঘরে করা রান্না মুখে বিশেষ রোচে না। তাঁর নিজের বাড়ি বলতে কিছু নেই। গ্রামের বাইরে মাটির নীচে কোনও গর্তেই তাঁর বাস। জানা গিয়েছে, আমৌয়ের জন্য গ্রামবাসীরা একটি কুঁড়ে ঘর তৈরি করে দিয়েছিলেন। কিন্তু সেটা তাঁর না-পচন্দ। বেছে নিয়েছেন নির্জন গর্তকেই। অশিতিপর বৃদ্ধের দাবি, নিজেকে নোংরা রেখেই দীর্ঘজীবী হয়েছেন তিনি। কিন্তু অবাক করা বিষয় হয়, এত নোংরা ভাবে থাকা সত্ত্বেও তাঁর শরীরে কোনও সংক্রমণ নেই। প্রতিদিন একটা মরচে পড়া তেলের পাত্র করে পাঁচ লিটার পানি পান করেন তিনি। এছাড়াও সিগারেটের প্রবল নেশা তাঁর। এখানেও একটি রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। যখন গ্রামবাসীদের দেওয়া সিগারেট শেষ হয়ে যায়, তখন তামাকের বদলে পশুর শুকনো বর্জ্য ব্যবহার করেন। বর্জ্যতেই আগুন ধরিয়ে দেন সুখটান। পৃথিবীর সমস্ত সুখ বিসর্জন দিয়ে তিনি যে জীবন বেছে নিয়েছেন, তাতে বেজায় খুশি। স্থানীয় মানুষের কথায়, অল্প বয়সে আমৌ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং সে কারণেই তিনি নিজের জীবনটা একা কাটাবেন বলে সিদ্ধান্ত নেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status