রকমারি

ফিরে দেখা টিনটিন

নিজস্ব সংবাদদাতা

১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ১:৫৩ অপরাহ্ন

যারা কমিকসের ভক্ত, তাদের কাছে নতুন করে টিনটিনের গল্প বলার দরকার নেই। টিনটিনের গল্প কে না জানে? সালটা ১৯২৬, হাতে তুলে নিলেন রঙ-তুলি, প্রথম কমিক চিত্র আকলেন হার্জ "দ্য অ্যাডভেঞ্চার অব তঁতঁ"। টিনটিন ছিল বেলজিয়ামের এক তরুণ সাংবাদিক। অনুসন্ধানী সাংবাদিকতা করার জন্য সে ঘুরে বেড়ায় দেশ-বিদেশ। আর সঙ্গে তার সারমেয় কুট্টুস বা স্নোয়ি। 'টিনটিন ইন দ্য ল্যান্ড অব সোভিয়েত', প্রথম কার্টুন সিরিজ প্রকাশ হতেই জনপ্রিয়তা শুরু হয় বিশ্বজুড়ে টিনটিন-এর। তবে এ বার বিশ্ব রেকর্ড গড়ল টিনটিনের একটি অনবদ্য প্রচ্ছদ। প্যারিসে নিলামে টিনটিন-এর একটি দুর্লভ প্রচ্ছদ চিত্র, যা কয়েক দশক ধরে সযত্নে ড্রয়ারে রাখা ছিল, তা বিক্রি হয়েছে প্রায় ২৮ কোটি টাকায়। এই প্রচ্ছদটির ব্যাকগ্রাউন্ডে কালো রঙ এবং সেই কালোর উপর তুলি দিয়ে আঁকা লাল একটি ড্র্যাগন। তার ঠিক বাঁ দিকে চিনা পাত্র, সেখান থেকেই উঁকি মারছে প্রখ্যাত সাংবাদিক ও গোয়েন্দা টিনটিন, ও তার সারমেয় সঙ্গী কুট্টুস বা স্নোয়ি। ছবিটির উপরে ডানদিকে কোনায় ঝুলছে একটি চিনা ল্যাম্প। চিত্র শিল্পের জগতে জলরঙের প্রয়োগ বিভিন্ন প্রচ্ছদে দেখতে পাওয়া যায়। ছোট থেকে পড়ে আসা এবং চোখে লেগে থাকা টিনটিন এর মতন কমিকস আজও আমাদের আকর্ষণ করে। গোয়াস টেকনিকে আঁকা এই ইলাস্ট্রেশনটি হল "দ্য ব্লু লোটাস" নামক একটি রোমাঞ্চকর সিরিজের ছবি, যা প্রচ্ছদ হয়ে বাজারে প্রকাশিত হয়নি। নিলামে বলা হয়, এই প্রচ্ছদটি সেই সময় বাতিল করা হয়েছিল কারণ এটি পুনরুৎপাদন করা সম্ভব ছিল না। তাই কেবল মাত্র একটি প্রচ্ছদই রাখা রয়েছে। বিবিসি জানিয়েছে, "এই শিল্পকর্মটি এতই বিরল কারণ এর আগে কখনও এটি বিক্রির জন্য বাজারে আনা হয়নি। এটি হার্জের সংগ্রহশালায় এবং ১৯৮৮ সালে ‘’টিনটিন কমিক সিরিজ” প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল"। ১৯৩৬ সালে প্রথম "দ্য ব্লু লোটাস" প্রকাশিত হয়। কিন্তু প্রচ্ছদের রঙ ছিল সাদা কালো। এই বইয়ের পাবলিশার্স ছিল ক্যাস্টারম্যান। হার্জের "দ্য ব্লু লোটাস" ছিল টিনটিনের পঞ্চম সিরিজ। এই সিরিজটি ১৯৪৬ সালে রঙিন প্রচ্ছদ রূপে বাজারে আসে। "দ্য ব্লু লোটাস"-এর যে প্রচ্ছদটি ১৯৩৬ সালে বাতিল হয়েছিল, সেই প্রচ্ছদে ব্যাকগ্রাউন্ড ছিল কালো এবং মাঝের ড্র্যাগনটি ছিল লাল। কিন্তু ১৯৪৬-এ প্রকাশিত এই সিরিজের রঙিন প্রচ্ছদের ব্যাকগ্রাউন্ড ছিল লাল এবং মাঝের ড্র্যাগনটির রঙ ছিল কালো। হয়তো চোখে তাক লাগানো এই লাল রঙের ব্যাকগ্রাউন্ডটিই আকর্ষণ করে হার্জকে। তাই আজ খুঁজে পাওয়া সেই বাতিল প্রচ্ছদ জনসমক্ষে আনা হয়। কে বলতে পারে, হয়তো টিনটিন-এর আরও অনেক বাতিল প্রচ্ছদের ছবি ভবিষ্যতে প্রকাশিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status