বিনোদন

আলাপন

‘এতটা সাড়া পাবো ভাবিনি’ -সানিয়া সুলতানা লিজা

ফয়সাল রাব্বিকীন

১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৯:৫৪ পূর্বাহ্ন

চিত্রা সিংয়ের কণ্ঠে ‘দুটি মন আর নেই দুজনার’ গানটি শুনেননি এমন বাঙালী খুঁজে পাওয়া যাবে না তেমন। এই গানটি নতুন করে গাওয়ার প্রস্তাব যখন পেলাম বেশ ভয়ে ছিলাম। তবে আমি অনেক প্র্যাকটিস করেছি, বার বার চেষ্টা করেছি। তারপর গানটি তুলেছি, রেকর্ড করেছি। গানটি প্রকাশ পাওয়ার অল্প সময়েই এটি ইউটিউবে এখন পর্যন্ত দুই কোটি মানুষ শুনেছে ও দেখেছে। এতটা সাড়া পাবো ভাবিনি। এমনভাবেই কথাগুলো বলছিলেন ক্লোজআপওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। সম্প্রতি তার কণ্ঠে ‘দুটি মন আর নেই দুজনার’ গানটি ‘সিলন’ এর ইউটিউব চ্যানেলে দুই কোটি ভিউ অতিক্রম করেছে। এর সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। লিজা বলেন, এটি খুবই আনন্দের বিষয়। প্রথমেই ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া দাদাকে। পুরো টিম ও আমার শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা রইলো। এদিকে লিজা করোনার কারণে কয়েক মাস গান থেকে দূরে ছিলেন। তবে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে সংগীত পরিবেশন করেছেন তিনি। এর আগে বরিশালের একটি কনসার্টে গেয়েছেন তিনি। সব মিলিয়ে স্টেজ কি তাহলে আবার সরব হচ্ছে? লিজা উত্তরে বলেন, অনেক দিন তো হলো স্টেজ তেমন আয়োজন হয়নি। করোনার কারণে আমি নিজে থেকেও দূরে ছিলাম অনেকটা সময়। তবে এখন টুকটাক কাজ করছি। তবে সচেতন থেকে শোগুলো করার চেষ্টা করছি। যেসব আয়োজকরা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে তাদের শোই করছি এখন। তবে এখনও শো এর আয়োজন অনেক কম। অবস্থা ঠিক হতে সময় লাগবে। নতুন গানের কি খবর? লিজা বলেন, পার্থ দাদার সংগীতায়োজনে আরেকটি গান করেছি। শওকত আলী ইমন ভাইয়ের সুরেও একটি গান করেছি। তাছাড়া কয়েকটি গান তৈরি হয়ে আছে। সেগুলো প্রকাশ হবে নির্দিষ্ট সময় পর পর। প্রেম তো করা হচ্ছে। বিয়ে হচ্ছে কবে? লিজা বলেন, সম্পর্কে আছি এটা ঠিক। তবে বিয়ের ক্ষেত্রে আরো সময় নিতে চাই। গানে ব্যস্ত আছি। যখন সময় হবে তখনই বিয়েটা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status