অনলাইন
ভারত থেকে ২০ লাখ টিকা আসছে বুধবার
স্টাফ রিপোর্টার
২০২১-০১-১৮
আগামী ২০শে জানুয়ারি বুধবার ভারত থেকে ২০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা আসবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টাকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। এই টিকা তৈরি হচ্ছে সিরাম ইনস্টিটিউটে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। তিনি বলেন, চিঠিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দেয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা।