খেলা

প্রথম ম্যাচে ডিআরএস নিয়ে শঙ্কা!

স্পোর্টস রিপোর্টার

১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৮:৪২ অপরাহ্ন

১০ মাস পর দেশের মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ দল। টাইগারভক্তদের অপেক্ষার হচ্ছে অবসান। তবে তাদের নেই মাঠে এসে গ্যালারি মাতানোর সুযোগ। টেলিভিশনই একমাত্র ভরসা। যে কারণে কোন টিভি এই সিরিজ সম্প্রচার করবে তা নিয়ে ভক্তকুলের আগ্রহের শেষ নেই। এরই মধ্যে বিসিবির কাছ থেকে এই সিরিজের টিভি স্বত্ব কিনে নিয়েছে  মার্কেটিং ফার্ম  বেনটেক। গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে বেনটেক থেকে কিনে নিয়ে এই সিরিজের সম্প্রচারে থাকবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অন্যদিকে আগামীকাল ম্যাচে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ বিষয়ে টিভি সম্প্রচার নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ডিআরএস তো অবশ্যই থাকবে। তবে ডিআরএসের একটি ইস্যু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার লন্ডন থেকে আসার কথা। আপনারা জানেন যে ইংল্যান্ডের কোভিড প্রটোকল আছে। ১৪ দিনের মধ্যে প্রথম ৪ দিন সরকারি আইসোলেশনে থাকতে হবে । আর ১০ দিন নিজের ব্যবস্থায় থাকতে পারবে। কিন্তু এটার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। একই সঙ্গে কোভিড অথরিটি যারা এটা দেখাশোনা করেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তবে একজন ইঞ্জিনিয়ার যদি আমরা টাইমলি করতে পারি ২০ তারিখে (বুধবার) হতেও পারে। যদি আমরা টাইমলি সবকিছ ুশেষ করতে পারি তাহলে হয়তো ডিআরএসের সমস্যাটা হবে না। নতুবা এই ম্যাচের পর থেকে ডিআরএসের সমস্যাটার সমাধান হয়ে যাবে।’
বিসিবির টিভি স্বত্ত্ব দীর্ঘ মেয়াদে বিক্রি করা আপাতত বন্ধ রয়েছে। যে কারণে শুধুমাত্র বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্যই বেনটেক ১৮ কোটি টাকায় সম্প্রচার স্বত্ত পায়। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘সেটা তো রিজন ছিল। আমরা কয়েকবার বলেছি কেন আমরা এই লং টার্মে যেতে পারিনি কারণ এফটিপি কনফার্ম হয়নি। এফটিপি কনফার্ম না হওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাকে সিংগেল একটা দিয়েছি স্পন্সর করার জন্য।’ এছাড়াও তিনি আরো নিশ্চিত করেছেন এই সিরিজে দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না। তিনি বলেন, ‘আপাতত দর্শকদের ভেতরে এলাউ করা হবে না। সবগুলো ম্যাচের জন্যই।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status