বাংলারজমিন

বিরামপুরে নতুন রেকর্ড

প্রতি কেন্দ্রেই নৌকার ১ম স্থান স্বতন্ত্রের লড়াই, বিএনপি’র ভরাডুবি

এবিএম মুছা, বিরামপুর (দিনাজপুর) থেকে

১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ৮:৩৬ অপরাহ্ন

দিনাজপুরের বিরামপুর পৌরসভার সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্য এবারে সদ্য সমাপ্ত ১৬ই জুনায়ারি নির্বাচনে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়। জানা গেছে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্রে ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আক্কাস আলী ১ম স্থান হিসেবে বিজয় লাভ করেন। যা এর আগের কোনো নির্বাচনে এ ধরনের নজির বিরামপুর পৌর নির্বাচনে সৃষ্টি হয়নি। আক্কাস আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার ১৬টি কেন্দ্রের মধ্য ১টি কেন্দ্রেও ১ম স্থান হিসেবে জয়লাভ করতে পারেননি। যা পৌরবাসীরকে অবাক করেছে। পৌরবাসী জানায়, দিনাজপুর-৬ আসনের উন্নয়নের রূপকার এমপি শিবলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর নেতৃত্বে দূরদর্শিতায় বর্তমান সরকারের উন্নয়নের বাস্তব প্রতিফলন এ জয়ের বহিঃপ্রকাশ। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৩৬ হাজার ৭৪৮ জন নারী-পুরুষ ভোটার নিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭৫.১৫ শতাংশ হারে ভোট প্রদান করেন ভোটাররা। প্রদত্ত ভোট গণনা শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আক্কাস আলী ১৩ই হাজার ৩শ ৬০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার পেয়েছেন ৮ হাজার ৬৮৬ ভোট, অপর দিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ১ হাজার ৮০৪ ভোট এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজাদুল ইসলাম আজাদ পেয়েছেন ১ হাজার ৪১৫ ভোট। সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন পৌরবাসী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status