অনলাইন

কবিতা

জীবনের অভিযাত্রা

শহীদুল্লাহ ফরায়জী 

১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ৫:৪২ অপরাহ্ন

আমার চিরন্তন আবেগের 
প্রচন্ড অভিব্যক্তি তুমি
গভীর গোপনীয়তা বিস্ময়কর উদ্ভাবন
আমার কেবল তোমার সৌন্দর্যের অনুকরণ
নিজের ভিতর একান্ত  কথোপকথন 
তোমার মাঝেই লিওনার্দোর অনন্যসাধারণ
তোমাকে অবলম্বন করেই 
আমার জীবনের অভিযাত্রা
তোমার প্রেমের উচ্চতা 
সর্বমানবের উচ্চতা

তোমার প্রেম  আমার
অন্তর্জগতের উম্মোচন
আত্মার অ্যাডভেঞ্চার
তোমার প্রেম চিত্তের বিশুদ্ধকরণ 

তোমাকে নিয়ে অজস্র 
কবিতা লিখে যাই গুপ্ত অক্ষরে
তোমার রূপ আত্মার শরীরে  
উপচে উপচে পড়ে

তোমাকে দেখেই
অন্তরাত্মায় উপলব্ধির প্রখরতা জাগে 
আবেগের জাগরণ আনন্দ দান করে
আমি পাপ পুণ্যের ঊর্ধ্বে 
অনিবার্য একাত্মবোধ করি

তোমার প্রেম আমার প্রার্থিত
পুঞ্জিভূত আবেগের আলোড়ন
অনুভবে উদ্দীপন 
জীবনের নিবিড় আকর্ষণ

তোমার অভাবে 
আমার আত্মা ভেঙ্গে পড়বে
মর্মছেড়া যন্ত্রনা বারংবার আক্রমণে 
আমাকে ছিন্নভিন্ন করবে
জগত এবং জীবন থেকে বিচ্ছিন্ন করে দেবে
আমার আত্মিক সত্তা দার্শনিক ভিত্তিকে
তছনছ করে দেবে

তুমি ছাড়া
আমার মুমূর্ষ আত্মার পরিত্রান হবে না
রহস্যঘেরা স্বপ্নের জগত দেখা হবে না

ব্যর্থ প্রণয়ে হৃদয় ভাঙ্গনের বিস্তার
আমি কেবল নির্জনতার নিসংগতার শূন্যতার
আমার অন্তোষ্টিক্রিয়ায়
সমাপ্তি ঘটবে আর্ত যন্ত্রণার ।

১৮.০১.২০২১
[email protected]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status