মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন (১ মাস আগে) জানুয়ারি ১৮, ২০২১, সোমবার, ১১:০১ পূর্বাহ্ন | সর্বশেষ আপডেট: ৬:১১ অপরাহ্ন
এবার সুইডেনের ডাক বিভাগ থেকে প্রকাশিত ডাকটিকিটে ব্যবহার করা হয়েছে আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের ছবি। বিখ্যাত ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ, অভিনেত্রী গ্রেটা গার্বোর মতো তারকাদের সঙ্গে এবার ডাক টিকিটে জায়গা করে নিলে থানবার্গও। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে এসব ডাকটিকিট বিক্রি শুরু হয়েছে। হলুদ রেইনকোট পরে গ্রেটা পাহাড় ঘেঁষে দাঁড়িয়ে পাখির ঝাঁক দেখছে এমন একটি আলোচিত ছবি স্ট্যাম্পে ব্যবহার করা হয়েছে।
এ নিয়ে সুইডিশ ডাকবিভাগের প্রধান ক্রিস্টিনা ওলফডটার বলেন, আমরা আশা করছি গ্রেটার ছবি প্রকাশের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। কয়েক মিলিয়ন স্ট্যাম্পের অনেকগুলোতেই রয়েছেন গ্রেটা।