খেলা

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ জাতীয় অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার

১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ৯:১২ অপরাহ্ন

এবারের জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জাতীয় রেকর্ড হয়েছে দুটি। প্রথম দিনে নারীদের হাই জাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর ঋতু আক্তার ১.৭০ মিটার লাফিয়ে নতুন রেকর্ড গড়েন। আর শনিবার দ্বিতীয় দিনে নারীদের ৩০০০ মিটার দৌড়ে রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন বাংলাদেশ নৌবাহিনী রিংকি বিশ্বাস। ১০:৪৩.৩০ মিনিট সময় নিয়ে এই ইভেন্টে ১৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রিংকি। এই ইভেন্টে ২০০৩ সালে হালিমা খানম বিথি সময় নিয়েছিলেন ১১:০৮.১৫ মিনিট। নতুন রেকর্ড গড়তে না পারলেও ৪০০ মিটার স্প্রিন্টে রেকর্ড স্পর্শ করেছেন জহির রায়হান। জহির এবারই প্রথম চার ইভেন্টে অংশ নিয়ে চারটিতে স্বর্ণ জিতে সেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন। তবে চারটিতে সোনা জিতেও নারী বিভাগে সেরা হতে পারেননি শিরিন আখতার। তাকে পেছনে ফেলে হাই জাম্পে নতুন রেকর্ড গড়ে সেরা নারী অ্যাথলেট হয়েছেন ঋতু আক্তার। ২১ স্বর্ণ, ১২ রৌপ্য ও ১৩ ব্রোঞ্জসহ ৪৬টি পদক নিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।  ১৩ স্বর্ণ, ২০ রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জ জিতে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় এবং ১ স্বর্ণ ও ৫ ব্রোঞ্জসহ ৬টি পদক নিয়ে ৩য় হয়েছে আনসার ও ভিডিপি। এই প্রতিযোগিতায় সেরা সংগঠকের পুরষ্কার পেয়েছেন শেখ শরাফত একাডেমির প্রতিষ্ঠাতা এস এম শরাফত হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status