বাংলারজমিন

আখাউড়ায় লড়বেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ৪ জন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ৮:৫৫ অপরাহ্ন

মনোনয়ন না পেলেও ভোটে লড়ার প্রস্তুতি নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ৪ প্রার্থী। গতকাল রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। তবে শেষ পর্যন্ত তাদের মধ্যে একজন ভোটের মাঠে থাকবেন এমন আভাস পাওয়া গেছে। তার সঙ্গেই লড়াই হবে দল মনোনীত প্রার্থীর। এখানে দলের মনোনয়ন প্রার্থী ছিলেন ৫ জন। এর মধ্যে বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলকে দলের মনোনয়ন দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগ সদস্য মোবারক হোসেন রতন, সাবেক মেয়র নুরুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম খান রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র জমা নিয়েছেন। আখাউড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানিয়েছেন, মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন মোট ৬৩ জন। এর মধ্যে শেষ দিনে ৬ জন মেয়র প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, নানা কারণে এখানে মেয়র পদে নতুন মুখের চাহিদা রয়েছে। স্বতস্ত্র ভালো প্রার্থীর দিকে নজর ভোটারদের। পরিবর্তনের এই আবহের কারণেই দলের মনোনয়ন বঞ্চিত হলেও ভোটের লড়াইয়ে থাকার প্রস্তুতি নিয়েছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা। তবে মাঠের অবস্থার নিরিখে তাদের মধ্যে যেকোনো একজন প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলে সূত্র জানায়। গত শুক্রবার রাতে এ নিয়ে বৈঠকও করেছেন। তবে এখন ৪ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া বলেন, মাঠে আছি। নূরুল হক ভূঁইয়া বলেন, আমরা ৪ জনই নির্বাচন করবো। মোবারক হোসেন রতন বলেন, জনমতের দিক দিয়ে আমি সবার ওপরে। মানুষ ভোট দিতে পারলে রেজাল্ট আসবে। এদিকে মনোনয়ন বঞ্চিত এই প্রার্থীদের রুখতে নানা অপতৎপরতা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে লাঞ্ছিত হয়েছেন এক প্রার্থী। দলের মনোনয়ন ঘোষণার এক ঘণ্টা পরই ১৩ই জানুয়ারি রাতে সাবেক মেয়র নূরুল হক ভূঁইয়ার ওপর হামলা হয়। জুতাপেটা করা হয় তাকে। বর্তমান মেয়র কাজলের আবারো মনোনয়ন প্রাপ্তিতে তার সমর্থকরা আনন্দ মিছিল বের করে। ওই মিছিল থেকে বেরিয়ে দেবগ্রাম ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাদের মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৩৫) পৌর এলাকার সড়ক বাজারে একটি চায়ের দোকানে বসা নূরুল হকের ওপর হামলা করে। সে নূরুল হকের মাথায় একাধিক জুতারবাড়ি এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন নূরুল হক। কাজলের বিরুদ্ধে মেয়র প্রার্থী হওয়ায় সোহাগ তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন নূরুল হক। সোহাগ মাদক সম্রাট বলে চিহ্নিত এবং তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। ঘটনার পরপরই আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলের সঙ্গে সোহাগের ঘনিষ্ঠ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। নূরুল হক ভূঁইয়া আখাউড়া পৌরসভা হওয়ার আগে দক্ষিণ ইউনিয়ন পরিষদে ৩ বার চেয়ারম্যান ও পৌরসভা হলে মেয়র নির্বাচিত হন। আওয়ামী লীগের ওই ৫ জন ছাড়া সাবেক ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা জয়নাল আবেদীন ওরফে আব্দু মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন। তাকে বিএনপি’র মনোনয়ন দেয়া হয়েছে। আগামী ১৪ই ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচন।  পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status