বাংলারজমিন

দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন

নৌকা ৪৫, ধানের শীষ ৪, অন্যান্য ১১

বাংলারজমিন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ৮:৩৬ অপরাহ্ন

দ্বিতীয় ধাপে গত শনিবার ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৪টি পৌরসভা পাবনার ভাঙ্গুড়া, সিরাজগঞ্জের কাজিপুর, পিরোজপুর সদর ও নারায়ণগঞ্জের তারাবতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫৬টি পৌরসভায় মেয়র পদে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ৪১টি, আওয়ামী লীগ বিদ্রোহী ৫টি, বিএনপি ৪টি, বিএনপি বিদ্রোহী ২টি, জাতীয় পার্টি ১টি, জাসদ ১টি ও স্বতন্ত্র ১টি পদে বিজয়ী হয়েছেন।  কিশোরগঞ্জ সদর পৌরসভার ১টি কেন্দ্রের (ওয়ালী নেওয়াজ খান কলেজ) ভোট স্থগিত রয়েছে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৮৫২। এই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী ৪৮৪ ভোটে বিএনপির প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। মেয়র পদে বিজয়ীরা হলেন- বসুরহাটে নৌকার প্রার্থী আব্দুল কাদের মির্জা, নবীগঞ্জে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মাধবপুরে ধানের শীষের প্রার্থীর হাবিবুর রহমান মানিক, মাগুরায় নৌকার প্রার্থী খুরশীদ হায়দার টুটুল, দাগনভূঞায় নৌকার প্রার্থী ওমর ফারুক খাঁন, গাংনীতে নৌকার প্রার্থী আহম্মেদ আলী, মোংলা পোর্ট পৌরসভায় নৌকার প্রার্থী শেখ আব্দুর রহমান, শৈলকুপায় নৌকার প্রার্থী কাজী আশরাফুল আজম, মিরপুরে নৌকার প্রার্থী হাজী এনামুল হক, খাগড়াছড়িতে নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, সন্দ্বীপে আওয়ামী লীগের প্রার্থী মোক্তাদের মাওলা, লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম,সান্তাহারে ধানের শীষের প্রার্থী আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু, বীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. মোশারফ হোসেন বাবুল, আড়ানীতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. মুক্তার আলী, ছাতকে নৌকার প্রার্থী আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুর পৌরসভায় মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন সম্প্রতি বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান। রাজশাহীর কাঁকনহাটে নৌকার প্রার্থী একেএম আতাউর রহমান, কুমিল্লার চান্দিনায় নৌকার প্রার্থী শওকত হোসেন ভূইয়া, ময়মনসিংহের মুক্তাগাছায় নৌকার প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, ভেড়ামারায় জাসদের প্রার্থী আনোয়ারুল কবীর টুটুল, বগুড়ার সারিয়াকান্দিতে নৌকার প্রার্থী মতিউর রহমান, কেন্দুয়ায় নৌকার প্রার্থী আসাদুল হক ভুঁইয়া, মোহনগঞ্জে নৌকার প্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, নরসিংদীর মনোহরদীতে নৌকার প্রার্থী আমিনুর রশিদ সুজন, মৌলভীবাজারের কুলাউড়ায় নৌকার প্রার্থী সিফার উদ্দিন আহম্মেদ, কমলগঞ্জে নৌকার প্রার্থী জুয়েল আহমদ, কুষ্টিয়ায় নৌকার প্রার্থী আনোয়ার আলী, কুমারখালীতে নৌকার প্রার্থী সামসুজ্জামান ওরুন, সিরাজগঞ্জ সদরে নৌকার প্রার্থী আবদুর রউফ মুক্তা, উল্লাপাড়ায় নৌকার প্রার্থী এস.এম নজরুল, রায়গঞ্জে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান, বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সাজ্জাদুল হক রেজা, বগুড়ার শেরপুরে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) জানে আলম খোকা, সুনামগঞ্জে নৌকার প্রার্থী নাদের বখত, ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নৌকার প্রার্থী আলহাজ গোলাম কিবরিয়া, নাটোরের নলডাঙ্গায় নৌকার প্রার্থী মনিরুজ্জামান মনির, পত্নীতলার নজিরপুরে নৌকার প্রার্থী রেজাউল কবির চৌধুরী, পাবনার সাঁথিয়ায় নৌকার প্রার্থী মাহবুবুল আলম, দিনাজপুরের সদরে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর আলম,  বিরামপুরে নৌকার প্রার্থী অধ্যাক্ষ আক্কাস আলী, বীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মোশারফ হোসেন বাবুল, শ্রীপুরে নৌকার প্রার্থী আনিসুর রহমান, গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির আব্দুর  রশিদ সরকার ডাবলু ।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status