বাংলারজমিন

গভীর রাতে শীতার্তদের পাশে পঞ্চগড় জেলা প্রশাসক

পঞ্চগড় প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ৮:২১ অপরাহ্ন

 ছিন্নমূল ও দুস্থ মানুষদের কনকনে শীতের প্রকোপ থেকে রক্ষার্থে গভীর রাতে শীতবস্ত্র বিতরণ করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। গত শনিবার রাতে তিনি বিভিন্ন স্থানে গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মান্নান। কয়েকশ’ শীতের কম্বল নিয়ে প্রথমে পঞ্চগড় সিরাজুল ইসলাম রেলস্টেশনে যান জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। স্টেশনের প্লাটফর্মে অবস্থানকারী শীতার্তদের গায়ে তিনি নিজে কম্বল জড়িয়ে দেন। পরে রেল স্টেশনের প্রধান ফটকের সামনে রিকশাভ্যান ও অটোবাইক চালকসহ স্থানীয় দুস্থদের কম্বল দেন। এরপর তিনি তুলারডাংগা মহল্লা ও পাশের আশ্রয়ণ প্রকল্প মুজিবনগরের শীতার্তদের মাঝে কম্বল বিলি করেন। জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, পঞ্চগড় জেলা শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে ৪০ হাজারের মতো শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া শীতের কম্বলের জন্য বরাদ্দ পাওয়া ৩০ লাখ টাকার মধ্যে পাঁচ উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এই টাকা দিয়ে কম্বল ক্রয় করে উপজেলা পর্যায়ে ইতিমধ্যে বিতরণ সম্পন্ন করা হয়েছে। এর বাইরেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে প্রতিদিন কম্বল বিতরণ করা হচ্ছে। এলাকার কেউ যেন শীতে কষ্ট না পায় সে চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status