বাংলারজমিন

সীতাকুণ্ডে এক বছরে ৭৫ ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ৮:১৭ অপরাহ্ন

সীতাকুণ্ড গত এক বছরে ৭৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে সীতাকু- মডেল থানা পুলিশ। এদিকে গ্রেপ্তারের পর জেলে গেলেও জামিনে এসে আবারো এলাকাতে ডাকাতি করে এলাকাকে অস্থির করে তুলছে ঐসব ডাকাতরা। ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে পাহাড় ও পশ্চিমে বঙ্গোপসাগর পরিবেষ্ঠিত সীতাকু- উপজেলা শিল্প ও ব্যবসায় সমৃদ্ধ হওয়ায় এই এলাকায় চুরি-ডাকাতি সবসময় বেশি হয়। স্থানীয় ডাকাতের সাথে বহিরাগত আন্তঃজেলা ডাকাতরা পরস্পরের যোগসাজশে এখানে নিয়মিতই চুরি-ডাকাতি সংগঠিত হয়। বিগত কয়েক দশকেও এ অবস্থার কোন পরিবর্তন হয়নি। ডাকাতি নিয়ন্ত্রণে বারবার পুলিশ ও র‌্যাব ক্রসফায়ার দেয়ার পর কিছুদিন বন্ধ রেখে আবারো ডাকাতি সংগঠিত হয় এখানে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এ উপজেলার বাড়বকু-, বাঁশবাড়িয়া, কুমিরা, সেনাইছড়ি, মুরাদপুর ও পৌরসভাসহ কয়েকটি এলাকায় এমন অনেকগুলো পরিবার আছে যাদের একমাত্র উপার্জনের পেশাই হলো ডাকাতি। ডাকাতির পর পুলিশ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া এসব চিহ্নিত পরিবারের ডাকাতদের বহুবার গ্রেপ্তার করে জেলে পাঠালেও জামিনে এসে আবারো তারা এলাকায় ডাকাতিতে লিপ্ত হয়। ফলে এলাকায় স্বস্তি ফেরে না। সীতাকু- পৌরসভার বাসিন্দা সাংবাদিক দিদারুল ইসলাম টুটুল বলেন, এখানে  বেশিরভাগ চুরি ডাকাতি করে আন্তঃজেলা ডাকাত দল। তারা বাইরে থেকে এসে হঠাৎ মহাসড়কে কোন গাড়িতে এসে কিংবা সাগর উপকূলে স্পিড বোড যোগে এসে চুরি-ডাকাতি করে। তবে এমন পরিস্থিতিতে তিনি পুলিশের তৎপরতার প্রশংসা করে বলেন, এখানে গত কয়েক যুগ ধরে এভাবেই কিছু দিন পর পর চুরি ডাকাতি হয়। পুলিশও নিয়মিত অভিযান চালিয়ে বহু ডাকাত গ্রেপ্তার করে থাকে। কিন্তু তারা আদালতে পাঠানোর পর আবার জামিনে এসে ডাকাতি  শুরু করে। তিনি বলেন বিজ্ঞ আদালত যদি আদালতে স্বীকারোক্তি প্রদান করা ডাকাতরা জামিন প্রদান বন্ধ করে দিতেন তাহলেই একমাত্র ডাকাতরা এ পেশা ছাড়তে বাধ্য হবে। এদিকে চুরি-ডাকাতি প্রতিরোধে সীতাকু- থানা পুলিশ বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এলাকায় টহল দিয়ে তাদের অভিযানে অনেক আসামি গ্রেপ্তারও হয়েছে। সীতাকু- মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, গত একবছরে আমরা মোট ৭৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু জামিনে এসে প্রত্যেকেই আবার ডাকাতিতে লিপ্ত হচ্ছে। এ কারণে আমরা সমস্যা পড়ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status