বাংলারজমিন

সিলেট জেলা আইনজীবী সমিতি

এক মেয়াদে দায়িত্ব পালন করবেন দুই সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস

১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ৮:১৪ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতি এক বছরে পাচ্ছে দুই সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই সাধারণ সম্পাদক প্রার্থীর ভোট সমান হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, ভোটে সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট ফজলুল হক সেলিম ও এডভোকেট মাহফুজুর রহমান ৬২৭টি করে সমান ভোট পান। ফলে ভোটের দিন রাতে ঘোষণা করা হয়নি। এদিকে গতকাল এ নিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির এক জরুরি বৈঠক হয়। সিদ্ধান্ত নেয়া হয়েছেÑ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এডভোকেট ফজলুল হক সেলিম ও এডভোকেট মাহফুজুর রহমানের ভোট সমান (৬২৭টি) হওয়ায় চলতি বছরে ৬ মাস করে প্রত্যেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। এবারের সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১ হাজার ৬১০ জন ভোটারের মধ্যে ১৩৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গতকাল সমিতির লাইব্রেরি হলে প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হকের সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কমিশনার মো. লিয়াকত আলী এবং জয়জিত আচার্যের যৌথ পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সমিতির দু’বারের নির্বাচিত সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল খালিক, দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, একেএম শমিউল আলম, মোহাম্মদ লালা, মো. জামিলুল হক জামিল, সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সদস্য এএফএম রুহুল আনাম চৌধুরী (মিন্টু), সাবেক সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ, শাহ আশরাফুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুছ, হোসেন আহমদ, সাবেক পাবলিক প্রসিকিউটর ও সাবেক বার কাউন্সিলের সদস্য মিছবাহ উদ্দিন সিরাজ, পাবলিক প্রসিকিউটর মো. নিজাম উদ্দিন, সরকারি কৌঁসলী মো. রাজ উদ্দিন, মহানগর পিপি নওশাদ আহমদ চৌধুরী, সমিতির সিনিয়র সদস্য রেজাউল করিম চৌধুরী, মো. আখতার হোসেন খান, আব্দুল গফ্ফার, এএসএম গফুর, নাসির উদ্দিন খানসহ সমিতির সিনিয়র আইনজীবীদের সমন্বয়ে এক সভা সমিতির লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদের ফলাফল ঘোষণা করা হয়। মাহফুজুর রহমানের প্রাপ্ত ভোট ৬২৭ এবং মো. ফজলুল হক সেলিমের প্রাপ্ত ভোট ৬২৭ হওয়ায় উভয়কেই সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status